চলমান চীনের ১১তম জাতীয় গণ কংগ্রেস ও রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ওপরে বিদেশের সংবাদ মাধ্যমগুলো নিবিড় দৃষ্টি রাখছে। দু'টি সম্মেলনে ধনী-দরিদ্র ব্যবধান কমানো, সামাজিক নিরাপত্তাসহ জন সাধারণের জীবনযাত্রা সংক্রান্ত বিষয়গুলো বিদেশী প্রচার মাধ্যমে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।
সিংগাপুরের "লিয়েন হো জাও পাও" পত্রিকার খবরে বলা হয়েছে, জন সাধারণের জীবনযাত্রা সংক্রান্ত খাদ্য ও সামাজিক নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণের ওপরে চীনের আইন সংস্থার কেন্দ্রীয় দায়িত্ব হয় দাঁড়িয়েছে।
জার্মানীর বিভিন্ন পত্রিকা চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও'র সরকার কার্য বিবরনীর ওপর নিরপেক্ষ রিপোর্ট করেছে। ঐসব খবরে চীনের চিকিত্সা , শিক্ষা ও সামাজিক নিরাপত্তা ক্ষেত্রে চীন সরকারের গৃহীত ব্যবস্থা সম্পর্কে বর্ণনা করা হয়েছে।
রাশিয়ার "নিউ ইজভেস্তিয়া" পত্রিকায় বলা হয়, উন্নয়ন, জ্বালানি-সাশ্রয় এবং দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে চীন সরকারের কৌশল খুব বাস্তব এবং কার্যকর।
জাপানের "টোকিও সিমবুন" ও "ইয়োমিউরি সিমবুন" পত্রিকা প্রধানমন্ত্রী ওয়েই চিয়া পাওয়ের কার্য বিবরনীর বিষয়বস্তু প্রকাশ করেছে। (ইয়াং ওয়েই মিং)
|