২০১০ সাল পযর্ন্ত চীনের প্রধান দূষিত পর্দাথের নিগর্মনের মাত্রা ২০০৫ সালের তুলনায় ১০ শতাংশ কমানোর লক্ষ্য বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। ১১ মার্চ পেইচিংএ চীনের ১১তম জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশনের একটি সংবাদ ব্রিফিংএ চীনের রাষ্ট্রীয় পরিবেশ সুরক্ষা প্রশাসনের উপ মহা পরিচালক জান লি জুন এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, চীন সরকার দূষিত পদার্থ নিগর্মনের মাত্রা কমানোর কাজকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে । ২০০৬ সালে রাষ্ট্রীয় পরিবেশ সুরক্ষা প্রশাসন৩১টি প্রাদেশিক ও শহর সরকার এবং ৫টি বিদ্যুত কোম্পানির সঙ্গে এ ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করেছে ।গত বছর চীনের রাষ্ট্রীয় পরিষদ জ্বালানী সাশ্রয় ও দূষিত পর্দাথের নিগর্মনের মাত্রা কমানোর বহুমুখী কর্মসূচী প্রকাশ করেছে ।
তিনি বলেন, চীনের বিভিন্ন স্থানীয় সরকার জ্বালানী সাশ্রয় ও দূষিত পদার্থের নিগর্মন কমানোর কাজের ওপর গুরুত্ব আরোপ করে আসছে । এ ক্ষেত্রে বিশেষ তদারকির জন্য দায়িত্বশীল ব্যক্তিদের নিয়োগ করা হয়েছে । সুতরাং ২০১০ সাল নাগাদ এই লক্ষ্য বাস্তবায়িত হতে পারে ।
|