দক্ষিণ-পশ্চিম চীনের ইউননান প্রদেশের খুনমিং শহরের শুল্ক বিভাগের একজন কর্মকর্তা ১১ মার্চ বলেছেন, ইউননান প্রদেশ বেশ কয়েক বছর ধরে বাজার উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে দক্ষিণ এশিয়ার বহু দেশের সঙ্গে আর্থ-বাণিজ্যিক যোগাযোগ ও সহযোগিতা বাড়িয়েছে। বর্তমানে ইউননান প্রদেশ দক্ষিণ এশিয়ার সঙ্গে বাণিজ্য উন্নয়নের গতি সবচেয়ে দ্রুত।
জানা গেছে, ইউননানের দক্ষিণ এশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২০০৫ সালের ২০ কোটি মার্কিন ডলার থেকে বেড়ে ২০০৭ সালে ৫০কোটি মার্কিন ডলার হয়েছে। গত জানুয়ারী মাসে ইউননানের দক্ষিণ এশিয়ার সঙ্গে বাণিজ্যের পরিমাণ প্রায় ৯কোটি মার্কিন ডলার ছিল। যা ২০০৭ সালের একই সময়ের চেয়ে প্রায় ৪গুণ বেশি।
এখন পর্যন্ত ভারত হল ইউনানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।
ছাই ইউয়ে
|