চীনের উপ-পররাষ্ট্র মন্ত্রী, গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য উ দা ওয়েই ১০ মার্চ পেইচিংয়ে দেশি-বিদেশি তথ্য মাধ্যমগুলোর সঙ্গে এক সাক্ষাত্কারে বলেছেন, ২০০৮ সাল হবে চীনের কূটনৈতিক কর্মকান্ডের জোরালো উন্নয়নের বর্ষ।
উ দা ওয়েই বলেন, ২০০৮ সাল চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৩০ বছর পূর্তী হবে। এ বছরের বসন্তকালে চীনে বোয়াও এশিয় ফোরাম অনুষ্ঠিত হবে। কয়েকটি দেশের নেতৃবৃন্দ ফোরামে উপস্থিত থাকবেন এবং চীনের বিভিন্ন স্থান সফর করবেন। এর পাশাপাশি প্রেসিডেন্ট হু চিন থাও জাপান সফর করবেন। এ সফর চীন-জাপান সম্পর্কের উন্নয়নে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। ফলে হু চিন থাও-এর সফরের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে।
আসন্ন পেইচিং অলিম্পিক গেমস সম্পর্কে উ দা ওয়েই বলেন, এখন পর্যন্ত ১০০টিরও বেশি দেশের রাষ্ট্র প্রধান বা সরকার প্রধান অলিম্পিক গেমসে অংশ নেবেন বলে জানিয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয়ভাবে বিদেশের নেতাদের অভ্যর্থনা জানাবে। তা ছাড়া এ বছরের শেষ দিকে চীন এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলনেরও আয়োজন করবে। এটাও এ বছরে চীনের কূটনীতি ক্ষেত্রের একটি উল্লেখ্যযোগ্য ঘটনা। (ইয়ু কুয়াং ইউয়ে)
|