চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১০ মার্চ পেইচিংয়ে জোর দিয়ে বলেছেন, প্রতিরক্ষা ও সামরিক বাহিনীর মানোন্নয়ন করলে দেশের নিরাপত্তা এবং বিশ্ব শান্তি রক্ষায় চীন আরো বেশি অবদান রাখতে পারবে।
চীনের ১১তম জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশনের গণ ফৌজ প্রতিনিধি দলের পুর্ণাঙ্গ অধিবেশনে অংশ নেয়ার সময় হু চিন থাও এই কথা বলেন। তিনি বলেন, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক বিনির্মাণের সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা ও সামরিক বাহিনীর মানোন্নয়ন জোরদার করা উচিত। চীনের নিজস্ব বৈশিষ্টের সমাজ তান্ত্রিক বিনির্মাণের গঠনের জন্য এটা সহায়ক হবে এবং একটি শক্তিশালী নিরাপত্তার ভিত্তি তৈরি করবে। দেশের প্রতিরক্ষা ও সামরিক বাহিনী'র মান উন্নত করতে পারলে বিশ্ব শান্তি রক্ষায় আরো বেশি অবদান রাখা যাবে। (ইয়াং ওয়েই মিং)
|