চীনের অভিশংসক চিয়া ছুন ওয়াং বলেছেন, গত ৫ বছরে চীনের অভিশংসন অধিদপ্তর পরিবেশ ও গ্রন্থস্বত্বের আইনগত রক্ষা জোরদার করেছে।
১০ মার্চ নতুন নির্বাচিত জাতীয় গণ কংগ্রেসের সম্মেলনে রিপোর্ট দেয়ার সময় চিয়া ছুন ওয়াং বলেছেন, গত ৫ বছরে চীনের অভিশংসন অধিদপ্তর অর্থনৈতিক শৃঙ্খলা লংঘন এবং পরিবেশ দূষণের সঙ্গে জড়িত অপরাধ দমন আরো গঠোর করেছে। বড় আকারের পরিবেশ দূষণ এবং অবৈধ কয়লা অন্বেষণ তত্পরতায় প্রায় ৩৭ হাজার সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রন্থস্বত্ব ক্ষেত্রে প্রায় ৬হাজার ৩'শ লংঘনকারী সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া কিছু গুরুতর গ্রন্থস্বত্ব লংঘন মামলার জন্য বিশেষ তত্ত্বাবধায়ক গ্রুপ গঠিত হয়েছে।
চিয়া ছুন ওয়াং আরো বলেন, ৫ বছরে চীনের অভিশংসন অধিদপ্তর দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক সমন্বয়ে বিশেষ অবদান রেখেছে। (ইয়াং ওয়েই মিং)
|