চীনের কৃষি উপমন্ত্রী ওয়েই ছাও আন ১০ মার্চ পেইচিংয়ে বলেছেন, গত বছরে চীনের খাদ্যশস্য উত্পাদনের পরিমান ছিল ৫০০ বিলিয়ন কিলোগ্রাম। এ নিয়ে টানা ৪ বছর উত্পাদনের বৃদ্ধিঅব্যাহত ছিল।
চীনের ১১তম জাতীয় গণ কংগ্রেসের অধিবেশনে ওয়েই ছাও আন বলেন, গত বছরে চীন বিভিন্ন কৃষি সহায়ক নীতি গ্রহণ করা হয়েছে। এর মধ্য দিয়ে চীনের কৃষকরা আরো বেশি উত্সাহিত হয়েছে। গত বছরে খাদ্যশস্য উত্পাদনের সুষ্ঠু প্রবণতা বজায় ছিল। তিনি আরো বলেন, গত বছর চীনা কৃষকদের মাথাপিছু আয় ৪ হাজার ১'শো রেনমিনপি, ২০০৬ সালের চেয়ে ৯.৫ শতাংশ বেশি।
তিনি বলেন চলতি বছরে চীনে খাদ্যশস্যের উত্পাদন পরিমান ৫০০ বিলিয়ন কেজির লক্ষ্যমাত্রায় বজায় থাকবে এবং কৃষকদের আয় ৬ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। (ইয়াং ওয়েই মিং)
|