এ পর্যন্ত শতাধিকজন বিদেশী রাষ্ট্র প্রধান ও সরকার প্রধান পেইচিং অলিম্পিক গেমস ২০০৮-এ অংশ নেবেন বলে জানিয়েছেন।
১০ মার্চ চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী উ তা ওয়েই পেইচিং-এ দেশী-বিদেশী তথ্য মাধ্যমকে সাক্ষাত্কার দেয়ার সময় এ কথা বলেন। তিনি বলেন, এই সংখ্যা দিন দিন বাড়ছে।
অলিম্পিক গেমসের উদ্বোধন যতোই এগিয়ে আসছে অনেক দেশের শীর্ষ নেতারা সুস্পষ্টভাবে পেইচিং অলিম্পিক গেমসের প্রতি ততোই তাদের সমর্থন প্রকাশ করছেন।
উ তা ওয়েই বলেন, অলিম্পিক গেমস হচ্ছে বিশ্ব জনগণের মহা ক্রীড়া সম্মিলনী। সাফল্যের সঙ্গে পেইচিং অলিম্পিক গেমস আয়োজন হচ্ছে বিশ্ব জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা।
৮ আগস্ট ২৯তম অলিম্পিক গেমস পেইচিং-এ শুরু হবে। পাশাপাশি প্রতিবন্ধী অলিম্পিক গেমসও পেইচিং-এ শুরু হবে। এই অলিম্পিকে অলিম্পিক গেমসের ইতিহাসে সবচেয়ে বড় চীনা প্রতিনিধিদলটি অংশ নিচ্ছে এবং এবার তারা সবচেয়ে বেশি ইভেন্টে অংশ নেবে।
(খোং চিয়া চিয়া)
|