গত ৫ বছর চীনের বিভিন্ন স্তরের আদালত অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার পাশাপাশি মানবিক অধিকার নিশ্চিত করে আসছে । তা ছাড়া কড়া সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে রায় দেওয়ার ফলে যারা নিরপরাধ তাদের বিরুদ্ধে মামলা হয়নি । চীনের সুপ্রিম কোর্টের প্রধান শিও ইয়াং ১০ মার্চ এবার জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশনে কার্যবিবরনি দাখিল করার সময় এ কথা বলেছেন।তিনি বলেন, গত ৫ বছর ধরে বিভিন্ন পর্যায়ের আদালত ১৪ হাজার আসামীকে নিরপরাধ ঘোষণা করেছে । আইন অনুযায়ী আসামীদের আপিল করার অধিকার নিশ্চিত করা হয়েছে ।
তিনি বলেন, গত ৫ বছরে চীনের বিভিন্ন আদালত অপরাধীদের অপরাধের মাত্রা ও তাদের আচরণ অনুযায়ী বিভিন্ন রায় দিয়েছে । সেসব অপরাধী তাদের অপরাধ ভালভাবে স্বীকার করেছে তাদেরকে হালকা শাস্তি দেওয়া হয়েছে ।
|