দক্ষিণ চীনের দুর্গত অঞ্চলের পুনর্গঠন কাজ সার্বিকভাবে শুরু হয়েছে।
৯ মার্চ চীনের গণ প্রশাসনিক দফতরের মন্ত্রী লি লি কুও পেইচিং-এ এ কথা বলেন। ১১তম জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির প্রথম অধিবেশনের সংবাদ ব্রিফিং-এ তিনি ব্যাখ্যা করে বলেন, ১১০ কোটি ইউয়ান কেন্দ্রীয় অর্থ ব্যয়ে দুর্গত জনগণকে বাড়িঘর পুননির্মাণে সাহায্য করা হয়েছে। তাছাড়া, বিভিন্ন আঞ্চলিক সরকারের সংশ্লিষ্ট বিভাগ নানা উপায়ে দুর্গত মানুষের জন্য অস্থায়ী বাসস্থানে স্থানান্তরিত করার পাশাপাশি তাদেরকে খাদ্য ও অর্থ ভর্তুকি দিচ্ছে।
(খোং চিয়া চিয়া)
|