জাতীয় রাজনৈতিক পরামর্শ কমিটি'র সদস্য লিউ ইং সিয়া ৮ মার্চ বলেছেন, ধনী-দরিদ্র বৈষম্য কমানো হলো দেশের নব্য ধনীদের দায়িত্ব।
সফল শিল্প সংগঠক লিউ ইং সিয়া সিপিপিসিসি'র এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ধনী-দারিদ্র বৈষম্য কমানোর ক্ষেত্রে সরকার অনেক কাজ করেছে। সংস্কার ও উন্মুক্তকরণের সুফল ভোগ করা নতুন ধনীদের উচিত দেশের দারিদ্র বিমোচনে নিজেদের অবদান রাখা।
তিনি আশা প্রকাশ করেন যদি বেশি বেশি মানুষ এই দায়িত্ব পালন করে তাহলে সবাই মিলে ধনী হওয়ার লক্ষ্য অবশ্যই পূরণ হওয়া সম্ভব হবে। (ইয়াং ওয়েই মিং)
|