নব নিযুক্ত বিশ্ব ব্যাংকের শীর্ষ অর্থনীতিবিদ লিন ই ফু ৭ মার্চ পেইচিংয়ে এক সাক্ষাত্কারে বলেছেন , ভবিষ্যতে মূল ভূভাগের অর্থনীতির টেকসই দ্রুত উন্নয়নের সুযোগকে কাজে লাগানো হলেই কেবল তাইওয়ানের অর্থনীতির ভবিষ্যত আরো উজ্জ্বল হবে ।
লিন ই ফু উদাহরণ দিয়ে বলেছেন , সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ কোরিয়ার অর্থনীতির উন্নয়ন কেন তাইওয়ানকে ছাড়িয়ে গেছে । তার কারণ হচ্ছে দক্ষিণ কোরিয়া চীনের মূল ভূভাগের উন্নয়নের সুযোগকে কাজে লাগিয়েছে । তবে তাইওয়ানের সুযোগ ক্রমেই হারিয়ে যাচ্ছে । তিনি বলেন , তাইওয়ান কর্তৃপক্ষ জনগণের সত্যিকার স্বার্থের জন্য মূল ভূভাগের উন্নয়নের সুযোগকে কাজে লাগাতে হবে ।
তিনি আরো বলেন , প্রণালীর দু'পারের কৃষি সহযোগিতার বিরাট সম্ভাবনা রয়েছে । মূল ভূভাগ তাইওয়ান থেকে নতুন গ্রাম নির্মাণের অভিজ্ঞতা শিখতে পারবে । আর তাইওয়ানের কৃষকরা মূল ভূভাগে গিয়ে উন্নয়নের সুযোগ গ্রহণ করতে পারবেন । (শুয়েই ফেই ফেই )
|