পেইচিংয়ে চীনের ১১তম জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশন ও জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রথম অধিবেশনের অংশগ্রহণকারী প্রতিনিধি ও সদস্যরা মনে করেন , অলিম্পিক গেমস আয়োজন করা চীনের অর্থনীতির দীর্ঘকালীন উন্নয়নের জন্য সহায়ক হবে ।
চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য , পেইচিং নিউ ওরিয়েন্টাল শিক্ষা , বিজ্ঞান ও প্রযুক্তি গ্রুপের চেয়ারম্যান ইয়ু মিন হুং মনে করেন , অলিম্পিক গেমস আয়োজন করা চীনের অর্থনীতির জন্য ভারী বোঝা হয়ে দাঁড়াবে না । অলিম্পিক গেমস আয়োজনের জন্য যে অবকাঠামো নির্মাণ করা হয়েছে , তা অর্থনীতিকেও ত্বরান্বিত করবে ।
জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি , পেইচিং শহরের ফেং থাই এলাকার উপ প্রধান ইয়ান আও সুয়াং মনে করেন , অলিম্পিক গেমস আয়োজন করা হল চীনের নিজেকে উন্নয়নের একটি প্রক্রিয়া। তা চীনকে বিশ্বের উপলব্ধি ও আস্থা করার একটি প্রক্রিয়া । এটি খুব সম্ভবত চীনের জন্য আরো বেশি আন্তর্জাতিক পুঁজি বরাদ্দ ও সহযোগিতার সুযোগ এনে দেবে ।
জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি , পশ্চিম চীনের সান সি প্রদেশের পর্যটন ব্যুরোর উপ মহাপরিচালক সুই মিং চেং বলেন , অলিম্পিক গেমস পরিসেবা শিল্পের জন্য উচ্চ মানদন্ড নির্ধারণ করেছে । ভবিষ্যতে তা চীনের পরিসেবা শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করবে । (শুয়েই ফেই ফেই)
|