চীনের নতুন জাতীয় গণ কংগ্রেসের প্রথম বার্ষিক অধিবেশন পেইচিংয়ে অনুষ্ঠিত হচ্ছে । অধিবেশনে গত পাঁচ বছরের কেন্দ্রীয় সরকারের কাজকর্মের মুল্যায়ন করা হবে এবং চীনের পরবর্তীকালীন উন্নয়ন কার্যক্রম নির্ধারণ করা হবে । সার্বিক নিয়ন্ত্রণ জোরদার এবং চীনের আর্থ-সামাজিক ক্ষেত্রেরসুষম উন্নয়ন তরান্বিত করা অধিবেশনে অংশগ্রহণকারী প্রতিনিধি এবং চীন সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর ঐকমত্যে পরিণত হয়েছে ।
গত পাঁচ বছরে চীনের অভ্যন্তরীন উত্পাদনের মোটমূল্য
গড়পরতা ১০ শতাংশ বেড়েছে । ২০০৭ সালের শেষ নাগাদ চীনের অর্থনীতির মোট মূল্য ২৪ ট্রিলিয়ন রেনমিনপি ছাড়িয়ে বিশ্বে চতুর্থ স্থান অধিকার করে । কেন্দ্রীয় সরকারের আর্থিক আয় প্রায় দ্বিগুণ বেড়েছে । শহর ও গ্রামাঞ্চলের অধিবাসীদের আয়ও বিপুলমাত্রায় বেড়ে গেছে । এ সম্পর্কে বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিনিধিদের যথেষ্টঅভিজ্ঞতা রয়েছে । সিছুয়াং প্রদেশের কৃষক প্রতিনিধি চো ওয়ানজুন বলেন , কৃষিকর বাতিল কেন্দ্রীয় সরকারের নেয়া একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ । কৃষকদের বোঝা লাঘব হয়েছে । এটা কৃষকদের ছেলেমেয়েদের স্কুলেভর্তি এবং পারিবারিক অবস্থা উন্নতির পক্ষে ইতিবাচক ভূমিকা পালন করেছে । হুনান প্রদেশের প্রতিনিধি তাই ছাওসিয়া বলেন , আয় বৃদ্ধির ফলে তার বাড়ি কেনার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে । আর্থ-সামাজিক উন্নয়ন তরান্বিত করা সম্পর্কে চীন সরকারের ধারণা পরিবর্তনের কারণে এদু'জন প্রতিনিধি গণ জীবনযাপনের উন্নতি অনুভব করতে পেরেছেন । ১৯৯৭ সালে এশিয়া তহবিল সংকটের পর চীন সরকার ইতিবাচক আর্থিক নীতি ও স্থিতিশীল মুদ্রা নীতি র মাধ্যমে অর্থনীতির স্থিতিশীল ও দ্রুত প্রবৃদ্ধি নিশ্চিত করেছে । ২০০৩ সাল চীন সরকার সার্বিক নিয়ন্ত্রণ নীতি কার্যকর করেছে । জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি , চীনের সমাজ বিজ্ঞান একাডেমীর অর্থনীতি কার্যালয়ের প্রধান লিউ সুছেন বলেন , এর লক্ষ্য হল, অর্থনীতির স্থিতিশীল ও দ্রুত উন্নয়ন বজায় রাখা, অর্থনীতি উন্নয়নের পদ্ধতি পরিবর্তন করে অর্থনীতির প্রবৃদ্ধির গুণগতমান উন্নত এবং কাঠামো শ্রেষ্ঠকরণেরব্যাপারে বিভিন্ন ক্ষেত্রের দৃষ্টি আকর্ষণ করা । এ ধরণের পরিবর্তনের ফলে গত পাঁচ বছরে চীনের অর্থনীতির স্থিতিশীল ও দ্রুত উন্নয়ন হয়েছে । অর্থনীতি উন্নয়নের পদ্ধতির পরিবর্তনে যে সাফল্য অর্জিত হয়েছে , চেচিয়াং প্রদেশের ফোংহুয়া শহরের একটি গ্রামের কৃষক প্রতিনিধি ফু ছিপিং সে সম্পর্কেসংক্ষেপে বর্ণনা করে বলেন , পানি বিশুদ্ধ হয়েছে । রাস্তা সমতল হয়েছে এবং বাতি আরও উজ্জ্বল হয়েছে ।
প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ৫ মার্চ তাঁর সরকারী কার্যবিবরণীতে যেমন উল্লেখ করেছেন যে, চীনের আর্থ-সামাজিক অবস্থানের সমন্বিত উন্নতি হলেও চলমান অর্থনীতিতে কিছু সমস্যা ও দ্বন্দ্ব এখনো সমাধান সাপেক্ষ । দ্রব্য মূল্য বৃদ্ধির চাপ বেড়ে যাওয়া, স্থাবর সম্পদে বিনিয়োগ ও ক্রেডিটেরঅতি দ্রুত বৃদ্ধি, আন্তর্জাতিক আয় ও ব্যয়ের ভারসাম্যহীনতা, শহর ও গ্রামাঞ্চলের এবং অঞ্চল ও অঞ্চলের পার্থক্য বেড়ে যাওয়াসহ নানা সমস্যাকে উপেক্ষা করা যায় না । চীনের বিখ্যাত অর্থনীতিবিদ লি ইনিং বলেন , অতীতে কখনো দেখা দেয়া হয়নি এমন বহুমুখী উপাদানের কারণে চীনের মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়েছে । সতর্কতার সঙ্গে তা মোকাবেলা করতে হবে । ৬ মার্চ পেইচিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের চেয়ারম্যান মা খাই বলেন , দ্রব্য মূল্যের দ্রুত বৃদ্ধি রোধ করার জন্য চীন সরকার ধারাবাহিক ব্যবস্থা নিয়েছে এবং নেবে ।
চীনের অর্থমন্ত্রী সিয়ে স্যুরেন সংবাদ সম্মেলনে বলেন, এক কথায় এবছরের বাজেটে গ্রামাঞ্চল, কৃষি ও কৃষককে সমর্থন , শিক্ষা, চিকিত্সা ও স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তাসহ নানা সামাজিক কাজের উন্নয়নকে তরান্বিত করা এবং জনসাধারণের জীবনযাপনের মান নিশ্চিত করাকে আর্থিক কাজের প্রধান বিষয় হিসেবে গ্রহণ করা হয়েছে ।
জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি , চীনের বিখ্যাত চিকিত্সা বৈজ্ঞানিক চুং নানশান মনে করেন , বাস্তবসমস্যার সমাধানে চীনের কেন্দ্রীয় সরকার দৃঢ় মনোভাব ও বিস্তারিত ব্যবস্থা নিয়েছে । সিছুয়ান প্রদেশের প্রতিনিধি , ই জাতির ওয়াং মিংওয়েন বলেন , বিভিন্নক্ষেত্রে আমাদের রাষ্ট্রের যে বিরাট সাফল্য অর্জিত হয়েছে , তা দেশের যেখাকারই হোকনা কেন বা যে কোনো জাতিরই হোক না কেন । চীনা জাতির সন্তান হিসেবে আমরা তার জন্য গর্বিত । আমরা ভবিষ্যত সম্পর্কে আস্থাবান।--চুং শাওলি
|