v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-05 20:02:15    
চীনের নতুন জাতীয় গণ কংগ্রেসের প্রথম বার্ষিক অধিবেশনে ওয়েন চিয়াপাও সরকারী কার্যবিবরণী উত্থাপন করেন

cri

    চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ৫ মার্চ নতুন জাতীয় গণ কংগ্রেসের প্রথম বার্ষিক অধিবেশনে বিদায়ী কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সরকারী কার্য বিবরণী উত্থাপনকরেছেন ।

    ২০০৩ সালের মার্চ মাসে ওয়েন চিয়াপাও চীনের রাষ্ট্রীয় পরিষদের প্রধানমন্ত্রী মনোনীত হন । চীনের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যমেয়াদ পাঁচ বছর । গত পাঁচ বছরের সরকারী কাজকর্মপর্যালোচনা করে ওয়েন চিয়াপাও এই পাঁচ বছরকে " অসাধারণ পাঁচ বছর" বলে উল্লেখকরেন । সর্বপ্রথমে অর্থনীতির প্রবৃদ্ধি সহ নানা সাফল্যের কথা উল্লেখ করার পরিবর্তে তিনি আকস্মিক সার্স ও নজীরবিহীন প্রবল বৃষ্টি ও অত্যধিকতুষারপাতসহ নানা প্রাকৃতিক দুর্যোগকে তাঁর সরকারী কার্যবিবরণীতে গুরুত্বপূর্ণস্থান দিয়েছেন । জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধিরা মনে করেন , এথেকে প্রমাণিত হয় যে , সরকার জনগণের স্বার্থকে বিশেষভাবে গুরুত্ব দেয় । উত্তর চীনের লিয়াওনিং প্রদেশের প্রতিনিধি ওয়াং সৌপিং এবং দক্ষিণ চীনের হুনান প্রদেশের প্রতিনিধি লিউ চিয়ে সাংবাদিকদের কাছে তাঁদের মতামত ব্যক্ত করেছেন । তাঁরা বলেন , বর্তমান সরকার যখন ক্ষমতাসীন হয় তখন আকস্মিকভাবে সার্স দেখা দেয়ার পর বিশেষ করে এবারের প্রবল বৃষ্টি ও অত্যধিকতুষারপাতের ফলে গুরুতর প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছে । আমার মনে হয় , এ ধরণের প্রাকৃতিকদুর্যোগ বিশ্বের যে কোনো দেশে হলে আমাদের মতো এমন চমত্কার ভাবে তা কাটিয়ে উঠতে পারত না । এথেকে প্রমানিত হয় যে, আমাদের বর্তমান সরকার অত্যন্ত ভাল সরকার । সরকারের দ্বিধাহীন ও কার্যকর ব্যবস্থা নেয়ার ফলে অত্যধিক তুষারপাত প্রতিরোধে পর্যায়ক্রমে সাফল্য অর্জিত হয়েছে ।

    গত পাঁচ বছরে চীনের আর্থ-সামাজিক উন্নয়নের সাফল্য সম্পর্কেওয়েন চিয়াপাও সরকারী কার্যবিবরণীতে সংক্ষেপে তার সারসংকলণ করেছেন । তিনি বলেন , চীনের জাতীয় উত্পাদনমূল্যের বার্ষিক বৃদ্ধির হার হল ১০.৬শতাংশ । গরিব লোকের সংখ্যা বছরের পর বছর ধরে কমে যাচ্ছে। কৃষককে আর কৃষি কর দিতে হবে না ।২০০৭ সালে চীনের আমদানি-রপ্তানির মোটমূল্য বিশ্বে তৃতীয় স্থানে উন্নীত হয়েছে । মানুষবাহী মহাশূন্য উড্ডয়ন এবং প্রথম চাঁদ প্রদক্ষিণ ও গবেষণা প্রকল্পে সাফল্য এসেছে । সার্বিকভাবে গ্রামাঞ্চলে বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা চালোনো হয়েছে । গত পাঁচ বছরে শহর ও গ্রামাঞ্চলের ৫ কোটি ১০ লাখ অধিবাসী কর্মসংস্থান পেয়েছেন । আরও অনেক কিছু । এ সম্পর্কে তিনি বলেন , চিন্তাধারার উন্মুক্তকরণ , বিজ্ঞানসম্মত উন্নয়ন তত্ত্ব, সংস্কার ও উন্মুক্তকরণ, সার্বিক নিয়ন্ত্রণ, জনগণের জন্য দায়িত্ব পালন এবং আইন অনুযায়ী প্রশাসনে অটল থাকতে হবে । চীনে অতি দ্রুতবিনিয়োগ , আন্তর্জাতিক আয়-ব্যয়ের ভারসাম্যহীনতা , অর্থনীতির প্রবৃদ্ধির জন্য বিপুল সম্পদের ব্যয় , দ্রব্যমূল্য বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির চাপ বেড়ে যাওয়া সহ নানা সমস্যার কারণসমূহ চীন সরকার সচেতনভাবে বিশ্লেষণ করেছে । এ কারণে সরকারী কার্যবিবরণীতে স্থিতিশীল অর্থনীতি ও কঠিন মুদ্রানীতি পালনের প্রস্তাব করা হয়েছে । ওয়েন চিয়াপাও মনে করেন , সার্বিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু হওয়ায় গত পাঁচ বছরে চীনের অর্থনীতির স্থিতিশীল ও দ্রুত উন্নয়ন হয়েছে । এতে কোনো বড় ওঠা-নামা দেখা দেয়নি ।

    ওয়েন চিয়াপাও বলেন , দেশ-বিদেশের বিবিধ উপাদান বিশ্লেষণ করে অর্থনীতির সুষ্ঠু ও দ্রুত উন্নয়নের জন্য অভ্যন্তরের মোট উত্পাদন মূল্যকে ৮ শতাংশে নির্ধারিত করা হয়েছে ।

1 2