 নিউ ইয়র্ক ফিলহারর্মোনিক অর্কেস্ট্রা ২৭ ফেব্রুয়ারী উত্তর কোরিয়া সফর শেষ করে সিউলের উদ্দেসে রওয়ানো হয়েছে।

এদিন নিউ ইয়র্ক ফিলহারমোনিক অর্কেস্ট্রা উত্তর কোরিয়ার জাতীয় সিম্ফনি অর্কেস্ট্রার সঙ্গে যৌথভাবে অনুষ্ঠান করেছে। নিউ ইয়র্ক ফিলহারমোনিক অর্কেস্ট্রার মহা পরিদর্শক ও মহা তারকা লোরিন মাজেলের সংগীত নির্দেশনায় উত্তর কোরিয়ার জাতীয় সিম্ফনি অর্কেস্ট্রা অনুশীলন করেছে।

উত্তর কোরিয়ার সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্প যোগাযোগ সমিতির আমন্ত্রণে নিউ ইয়র্ক ফিলহারমোনিক অর্কেস্ট্রা ২৫ ফেব্রুয়ারী পিয়ংইয়ংয়ে যায়। এটি হল উত্তর কোরিয়ায় যাওয়া প্রথম মার্কিন বাদক দল। ২৬ ফেব্রুয়ারী তারা পিয়ংইয়ংয়ে সিম্ফনি পরিবেশন করে। দেড় হাজার দর্শক তাদের অনুষ্ঠান উপভোগ করেছে এবং অভিনন্দন জানিয়েছেন।

ছাই ইউয়ে
|