নাওয়াবগন্জ জেলার শ্রোতা মো: কামরুজ্জামার তাঁর চিঠিতে প্রশ্ন করেছেন, চীনের প্রধান বাণিজ্যিক বন্দর কোনটি? চীনের মহা প্রাচীরের দৈঘ্যও প্রস্থ কত? আপনার প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার আগে, চীনের নদনদী সম্পর্কে কিছু বণর্না দেবো। চীন দেশের অজস্র নদীর মধ্যে দেড় হাজারেরও বেশী এমন নদী আছে যেগুলোর প্রত্যেকটির অববাহিকার আয়তন ১০০০ বর্গ কিলোমিটারেরও বেশি। এগুলোর মধ্যে প্রধান প্রধান নদী হলো ছাংজিযাং, হুয়াংহো, হেইলোংজিয়াং, যুজিয়াং, হাইহো এবং হুয়াইহো। এখানে কেবল ছাংজিয়াং নদী সম্পর্কে বিশেষভাবে বর্ননা করবো। ছাংজিয়াং নদীর মোট দৈর্ঘ্য ৬,৩০০ কিলোমিটার। শাংহাই , নানজিং, উহান এবং ছোংছিং-এর মতো গুরুত্বপূর্ণ শহরগুলোকে সংযুক্ত করে একটি প্রধান শিরাপথের মতো ছাংজিয়াং নদী প্রবাহিত। এই নদীতে দশ হাজারটনী বড় বড় জাহাজ চলাচল করতে পারে। চীনে বেশী কয়েকটি বড় বড় বন্দর আছে। যেমন, সাংহাই বন্দর, নিনপো বন্দর, থিয়েনচিং বন্দর , দালিয়েন বন্দর । এগুলোর মধ্যে সাংহাই বন্দরকে চীনের সবচেয়ে বড় বন্দর বলে মনে করা হয়। এখন দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে চীনের মহাপ্রাচীর সম্পর্কেও কিছু বলবো।
বাংলাদেশের সেরসুর জেলার শ্রোতা তাঁর চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনে কত পাহাড় আছে ? বিখ্যাত পাহাড়হুলোর নাম? উত্তরে বলছি, চীনের মোট স্থলভাগের দুই-তৃতীয়াংশের বেশী পাহাড়পর্বত। দিক-বিস্তার অনুযাযী পর্বতশ্রেণীগুলোকে তিনভাগ ভাগ করা যায়: পূব-থেকে-পশ্চিমে বিস্তৃত পর্বশ্রেণী, উত্তরপূব-থেকে দক্ষিণপশ্চিমে বিস্তৃত পর্বতশ্রেণী, এবং উত্তর-থেকে-দক্ষিণে বিস্তৃত পর্বতশ্রেণী। পূব-থেকে-পশ্চিমে বিস্তৃত পর্বতশ্রেণীগুলো প্রধানত চীনের পশ্চিম অংশে অবস্থিত, এগুলোর মধ্যে আছে: আলতাই পর্বতমালা, থিয়ানশান পর্বতমালা, খুনলুন পর্বতমালা, কারাকোয়াম পর্বতমালা, গাংডিসে পর্বতমালা, হিমালয় পর্বতমালা, ছিনলিং পর্বতমালা এবং নানলিং পর্বতমালা। চীনে অনেক বিখ্যাত পাহাড় আছে। তবে সবচেয়ে নাম-করা কয়েকটি পাহাড় হল, আনহু্ই প্রদেশে অবস্থিত হুওয়াংসেন পাহাড়, শানডোং প্রদেশে অবস্থিত থাইসেন পাহাড়, হোনান প্রদেশে অবস্থিত সনসেন পাহাড়।
নরসিংদি জেলার শ্রোতা সমন মিয়া তাঁর চিঠিতে
জিজ্ঞেস করেছেন, চীনের বিখ্যাত যাদুঘরের নাম কি ? উত্তরে বলছি, পেইচিংএর রাজকীয় প্রাসাদ যাদুঘর চীনের বৃহত্তম যাদুঘর। এ যাদুঘরে ইউয়ান ,মিং আর ছিং রাজবংশের রত্ন জিনিস সংরক্ষিণ রাখা হয়। প্রত্যেক হাজার হাজার দেশী-বিদেশী পযর্টক এ যাদুঘরে দেখতে যান। তা ছাড়া, সাংহাই যাদুঘরও চীনের আরেকটি বিখ্যাত যাদুঘর।
|