v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-26 17:42:34    
সিআরআই প্রতিনিধিদলের বাংলাদেশ সফর

cri

    চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতা সম্মেলন উপলক্ষে সিআরআই-এর চার সদস্যের একটি প্রতিনিধিদল ৮ থেকে ১০ ডিসেম্বর বাংলাদেশ সফর করে।

    প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিআরআই-এর প্রথম এশিয়া বিভাগের পরিচালক হো চিন ছাও। সিআরআই বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কুয়াং ইউয়ে, উর্দু বিভাগের উপ-পরিচালক মাদাম ইয়ে ফোং ও শ্রোতা বিভাগের প্রতিনিধি ইয়াং মিং প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত ছিলেন।

    ৮ ডিসেম্বর সফরের প্রথম দিনে সিআরআই প্রতিনিধিদল ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চং ছিং দিয়েনের সঙ্গে সাক্ষাত্ করেন। চীনা রাষ্ট্রদূত প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজের আয়োজন করেন।

তথ্য সচিবের সঙ্গে সাক্ষাত্

    সিআরআই প্রতিনিধিদল ৯ ডিসেম্বর সকালে সচিবালয়ে তথ্যসচিব জামিল ওসমানের সঙ্গে সাক্ষাত্ করেন।

    তথ্যসচিব সিআরআই প্রতিনিধিদলকে তাঁর দপ্তরে স্বাগত জানিয়ে বলেন, অর্থনৈতিক সামাজিক সকল ক্ষেত্রে চীন দ্রুত উন্নতি করছে। বাংলাদেশ চীনের কাজ থেকে এ বিষয়ে শিখতে পারে। তথ্যসচিব চীন বেতারের অনুষ্ঠানে অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান প্রচারের ওপর জোর দেওয়ার জন্য চীনা প্রতিনিধিদলের নেতা হো চিন ছাওকে অনুরোধ করেন। হোচিন ছাও পরামর্শের জন্য তথ্যসচিবকে ধন্যবাদ জানিয়ে, সংক্ষেপে তাঁর কাছে চীন বেতারের কার্যক্রম তুলে ধরেন। আগামীতে চীন বেতারের অনুষ্ঠানে অর্থনীতি বিষয়ক অনুষ্ঠানের ওপর জোর দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

    হো চিন ছাও বলেন, চীন ও বাংলাদেশের সরকার ও জনগণের মধ্যে সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে। দু'দেশের তথ্য মাধ্যমও ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এ প্রসঙ্গে হো চিন ছাও বাংলাদেশে চীন বেতারের এফএম সম্প্রচারের বিষয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন।

    তথ্য সচিব জামিল ওসমান এফএম সম্প্রচার এবং চীন বেতার ও বাংলাদেশ বেতারের মধ্যে সহযোগিতার বিষয়ে গভীর আগ্রহ ব্যক্ত করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। তিনি সিআরআই-এর পক্ষ থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট লিখিত প্রস্তাব দেওয়ার অনুরোধ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বৈঠকে উপস্থিত বাংলাদেশ বেতারের মহাপরিচালক মোঃ মাহবুবুর রহমানকে নির্দেশ দেন।

বাংলাদেশ বেতারের মহাপরিচালকের সঙ্গে বৈঠক

    তথ্যসচিবের সঙ্গে সাক্ষাত্ শেষে সিআরআই প্রতিনিধিদল বাংলাদেশ বেতারের সদর দপ্তরে মহাপরিচালক মোঃ মাহবুবুর রহমানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন। তিনি সিআরআই প্রতিনিধিদলের কাছে বাংলাদেশ বেতারের কার্যক্রম ব্যাখ্যা করেন।

    সিআরআই প্রতিনিধিদলের নেতা হো চিন ছাও বৈঠকে উপস্থিত বাংলাদেশ বেতারের মহাপরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে চীন বেতারের কার্যক্রম ব্যাখ্যা করেন এবং বাংলাদেশ বেতারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন।

    বাংলাদেশ বেতারের মহাপরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তারা হো চিন ছাও-এর প্রস্তাবে উত্সাহব্যাঞ্জক সায় দেন এবং সহযোগিতার চারটি ক্ষেত্র নির্ধারণ করেন। এগুলো হলোঃ এফএম সম্প্রচার, অনুষ্ঠান বিনিময়, সিআরআই কর্মীদের বাংলাদেশে প্রশিক্ষণ এবং  বিশেষজ্ঞ বিনিময়।

    বাংলাদেশ বেতারের মহাপরিচালক এসব বিষয়ে লিখিত প্রস্তাব দেওয়ার জন্য সিআরআই প্রতিনিধিদল নেতাকে অনুরোধ জানান। মহাপরিচালক কোনো চুক্তি ছাড়াই সংগীত বিষয়ক কিছু অনুষ্ঠান বিনিময় শুরু করার আগ্রহ প্রকাশ করেন।

    সিআরআই প্রতিনিধিদল নেতা এতে ইতিবাচক সাড়া দেন। তিনি আন্তরিক আতিথেয়তা ও সহযোগিতার জন্য বেতারের মহাপরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

সাবেক বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহেরের বাসায় মধ্যাহ্নভোজ

    ৯ ডিসেম্বর দুপুরে চীন বেতারের বাংলা বিভাগের সাবেক বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের ও তাঁর স্ত্রী রাশিদা মহিউদ্দিন সিআরআই প্রতিনিধিদলের সম্মানে তাদের বাসভবনে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। তাঁরা চীনা অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবারের আপ্যায়িত করেন। চীনা প্রতিনিধিদলের নেতা হো চিন ছাও ও অন্য সদস্যরা বাংলাদেশী খাবার খেয়ে মুগ্ধ হন এবং আন্তরিক আতিথেয়তার জন্য মহিউদ্দিন দম্পতিকে ধন্যবাদ জানান।

চীন বেতারের শ্রোতা সম্মেলন

    ৯ ডিসেম্বর রোববার বেলা ৩টায় ঢাকাস্থ বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয় চীন বেতারের বহু প্রতিক্ষীত শ্রোতা সম্মেলন। চীন আন্তর্জাতিক বেতারের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বাংলাদেশ চায়না রেডিও লিসনার্স ক্লাবের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।

    সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চাং ছিং দিয়েন। সভাপতিত্ব করেন বাংলাদেশ চায়না রেডিও লিসনার্স ক্লাবের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল। স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব জিল্লুর রহমান জিলু।

    সম্মেলনে ১০ জন শ্রেষ্ঠ শ্রোতা ও ১০টি শ্রেষ্ঠ ক্লাবকে পুরষ্কার দেওয়া হয়।

    সম্মেলনে ভাষণে সিআরআই প্রতিনিধিদলের নেতা হো চিন ছাও বলেন, চীন ও বাংলাদেশের জনগণের মধ্যে ঐতিহ্যিক মৈত্রীর বন্ধন রয়েছে। চীন বেতারের বাংলা বিভাগ এবং বাংলাদেশের শ্রোতারা এ মৈত্রীর বন্ধন ভবিষ্যতে আরো দৃঢ় করবেন।

    হো চিন ছাও সমবেত শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে এটা তাঁর প্রথম সফর হলেও এদেশের মানুষের আতিথেয়তায় তিনি মুগ্ধ হয়েছেন। তিনি পেইচিং অলিম্পিক উপলক্ষে শ্রোতাদের চীন সফরের আমন্ত্রণ জানান। এসময় শ্রোতারা তুমুল করতালি দিয়ে তাকে অভিনন্দন জানায়।

    বাংলা বিভাগের প্রধান মাদাম ইউ কুয়াং ইউয়ে তাঁর ভাষণে বলেন ইচ্ছে থাকলেও নানা সমস্যার কারণে নিয়মিত শ্রোতা সম্মেলন হতে পারে নি। এখন থেকে প্রতি বছর নিয়মিত শ্রোতা সম্মেলন হবে বলে তিনি শ্রোতাদের আশ্বাস দেন।

    অনেক কষ্ট স্বীকার করে দূর-দূরান্ত থেকে ঢাকা এসে সম্মেলন সফল করার জন্য মাদাম ইউ কুয়াং ইউয়ে শ্রোতাদের আন্তরিক ধন্যবাদ জানান।

    সম্মেলনের দ্বিতীয় পর্বে আনন্দমুখর পরিবেশে কুইজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন শ্রোতারা। একইদিন বাংলাদেশ-চায়না রেডিও লিসনার্স ক্লাব সিআরআই প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজের আয়োজন করে।

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় পরিদর্শন

    ১০ ডিসেম্বর সোমবার দুপুরে সিআরআই প্রতিনিধিদল শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি পরিদর্শন করে। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্রিয়েটিভ এক্সিভিশন, মনোজ্ঞ সংগীতানুষ্ঠান মতবিনিময় সভার আয়োজন করে। পরিদর্শনকালে প্রতিনিধিদলটি শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে কনফুসিয়াস ক্লাস রুম চালু করার ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় সিআরআই প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শামসুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ইমামুল কবির শান্ত। ধন্যবাদ জানান উপ-উপাচার্য এম ফ্যালকোনার। এছাড়া বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান চীনা অতিথিদেরকে ক্রেস্ট ও বিভিন্ন উপহার প্রদান করেন। চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে এবং বেতারের প্রথম এশিয়া বিভাগের পরিচালক হো চিন ছাও-ও অনুষ্ঠানে বক্তৃতা করেন। পরে প্রতিনিধিদরের সম্মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মধ্যাহ্ন ভোজের আয়োজন করে।

সিআরআই প্রতিনিধিদের ঢাকা ত্যাগ

    তিন দিনের বাংলাদেশ সফর শেষে সিআরআই প্রতিনিধিদল ১০ ডিসেম্বর সোমবার দুপুরে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

(মাহমুদ হাশিম, ঢাকা থেকে)