বাংলাদেশের বগুড়া জেলার প্রিয় জন্মভূমি বেতার সংঘের সাধারণ সম্পাদক এম, মিনহাজ উদ্দিন বিপুল তাঁর চিঠিতে দু'টো প্রশ্ন করেছেন।প্রথমটি হল: চীন দেশে কি নারীদের বিবাহ দেওয়ার সময় যৌতুক দেওয়া হয়। দ্বিতীয়টি হল: চীনের অধিকাংশ লোকজন কোন সম্প্রদায়ের? এখন প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি। চীনের গ্রামাঞ্চলে সাধারণত নারীদের বিবাহ দেওয়ার সময় কম-বেশী যৌতুক দেওয়া হয়। যে পরিবারের অবস্থা ভাল সেই পরিবার একটু বেশী যৌতুক দেয়। আবার যে পরিবারের অবস্থা অত ভাল না সেই পরিবার একটু কম যৌতুক দেয়। কিন্তু আজকাল চীনের শহরাঞ্চলে যৌতুক দেয়ার রীতিনীতি গ্রামাঞ্চলের মতো প্রচলিত নয়। বতর্মানে শহরাঞ্চলের তরুন-তরুণীরা মিলিতভাবে বাড়ী এবং আসবাদপত্র কিনেন । বিয়ের আগে অবশ্যই ছেলের পরিবার মেয়েকে কিছু অঙ্কের টাকা দেয়। এ অঙ্কের টাকা দিয়ে মেয়ের পরিবার কিছু যৌতুক কিনতে পারে। যেমন, টিভি সেট, ফ্রিজ ইত্যাদি পারিবারিক বৈদ্যুদিক সামগ্রী। এখন দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি কথা এখানে উল্লেখ করতে হবে। চীনে আসলে কোন সম্প্রদায় নেই। আমরা সবাই জানি যে, ইরানে শিয়া , সুন্নী ইত্যাদি সম্প্রদায় আছে। বাংলাদেশে বা ভারতে মুসলমান ও হিন্দু সম্প্রদায় আছে। কোনো কোনো দেশে মাঝে মাঝে বিভন্নসম্প্রদায়ের মধ্যে সংঘর্ষও দেখা যায়। চীন দেশে পৃথিবীর প্রধান তিনটি ধর্ম—বৌদ্ধধর্ম, খৃষ্টান ধর্ম ও ইসলাম ধর্ম প্রচলিত। কিন্তু বিশ্বের অন্যান্য দেশের মতো সম্প্রদায়ের রুপ ধারন করনি।
বাংলাদেশের নরসিংদী জেলার শ্রোতা সুমন সাহা শান্ত তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, চীনের বিমানের প্রতীক কি? উত্তরে বলছি, বতর্মানে চীনে বেশ কয়েকটি বিমান পরিবহণ কোম্পানি আছে। প্রত্যেক কোম্পানির নিজ নিজ প্রতীক আছে। কিন্তু চীন আন্তর্জাতিক বিমান পরিবহণ কোম্পানি চীনের জাতীয় বিমান পরিবহণ কোম্পানি। এই কোম্পানির বিমানের প্রতীক হল চীনের জাতীয় পতাকা অথার্ত পাঁচ তারকা খচিত লাল পতাকা। তা ছাড়া প্রত্যেকটি বিমানে চীনা ভাষায় ' চীন আন্তর্জাতিক বিমান পরিবহণ কোম্পানি ' লেখা আছে।
বাংলাদেশের চুয়াডাঙ্গার শ্রোতা সকাল আহমেদ শাহীন তাঁর চিঠিতে তিনটি প্রশ্ন করেছেন। এক) চীনের প্রধান খাদ্য কি? দুই) চীনের মেয়েদের প্রিয় পোষাক কি? তিন) চীনের মেয়েরা কি শাড়ি পরতে পছন্দ করেন? উত্তরে বলছি, চীন একটি বিশাল দেশ। দক্ষিণ আর উত্তর চীন এক রকম নয়। দীঘর্কাল ধরে চাল দক্ষিণ চীনাদের প্রধান খাদ্য, ময়দা উত্তর চীনাদের প্রধান খাদ্য। কিন্তু এখন এ দুটো জায়গায় বেশী পাথর্ক্য নেই। কিন্তু সাধারণত দক্ষিণ চীনারা চাল খেতে পছন্দ করেন এবং উত্তর চীনারা ময়দা দিয়ে বানানো খাবার খেতে পছন্দ করেন। যেমন পিঠা , নুডলস। এখন এক সঙ্গে দ্বিতীয় আর তৃতীয় প্রশ্নের উত্তর দিছি। চীনের মেয়েরা বিশেষ করে বড় বড় শহরাঞ্চলের মেয়েরা বৈচিত্রময় পোষাক পরে। বছর পর পর তারা সাধারণত তাদের পরার স্টাইল পরিবর্তন করে। চীনের মেয়েরা সাধারণত পাজামা পরে। কিন্তু গ্রীষ্মকালে তাদের মধ্যে অনেকেই স্কোট পরে। চীনের মেয়েরা শাড়ী পরে না। আমার জানার মতো শুধু দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের মহিলারা শাড়ী পরে।
|