"চীন-আসিয়ান বাণিজ্য বন্দর" এর নির্মাণকাজ ২৩ নভেম্বর চীনের ইয়ুন নান প্রদেশের খুনমিং শহরের ছেংকুং নতুন নগরে শুরু হয়েছে। এতে মোট বিনিয়োগের পরিমাণ ৮৬০ কোটি ইউয়ানেরও বেশি।
জানা গেছে, "চীন-আসিয়ান বাণিজ্য বন্দর" নির্মাণের উদ্দেশ্য হলো ইয়ুন নান প্রদেশকে সারা দেশ থেকে আসিয়ান বাজার মুখী গুরুত্বপূর্ণ দৈনন্দিন পণ্য ও কৃষিপণ্য বিনিময়ের কেন্দ্রে পরিণত করা। এখানকার প্রধান খাত হবে আন্তর্জাতিক মেলা ও স্থানান্তরযোগ্য পণ্য শিল্প।
পরিকল্পনা অনুযায়ী, "চীন-আসিয়ান বাণিজ্য বন্দর" এর মোট আয়তন প্রায় ৩৪ লাখ ৩০ হাজার বর্গমিটার। আন্তর্জাতিক প্রদর্শনী, স্থানান্তরযোগ্য পণ্য গুদাম, বাণিজ্য কেন্দ্র ও জীবন সেবা এলাকা এই চারটি এলাকা নিয়ে গঠিত হবে। বন্দর নির্মাণের পর দীর্ঘকালীন প্রদর্শনী, স্বল্পকালীণ প্রদর্শনী, পণ্য গবেষণা, বৈদেশিক বাণিজ্য, পণ্যের স্থানান্তর ও মজুদ এবং আন্তর্জাতিক পরিবহনসহ নানা ধরনের ব্যবসা বাণিজ্য হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|