৩ নভেম্বরচীনের জাতীয় সিনহুয়া বার্তা সংস্থার এক সংবাদ নিবন্ধে বলা হয়েছে যে , চিয়াং জেমিনকে কেন্দ্র করে গঠিত চীনের কমিউনিষ্ট পার্টির তৃতীয় প্রজন্মের কেন্দ্রীয় কমিটির নেতৃমন্ডলীগোটা পার্টি এবং গোটা দেশের বিভিন্ন জাতির জনগণকে সঙ্গে নিয়ে সাফল্যের সঙ্গে সংস্কার ও উন্মুক্তকরণের মহান কাজকে ২১তম শতাব্দীতে উন্নীত করেছেন ।
নিবন্ধে আরও বলা হয় , চীনের কমিউনিষ্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেসের কার্যবিবরণীর তত্ব পুরোপুরিভাবে নিশ্চিত করেছে যে , চিয়াং জেমিনকে কেন্দ্র করে গঠিত পার্টির তৃতীয় প্রজন্মের কেন্দ্রীয় কমিটির নেতৃমন্ডলীগুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং শতাব্দী পরিবর্তনের মুহূর্তে সংস্কার ও উন্মুক্তকরণের মহান কাজ উত্তরাধিকার তৈরী , রক্ষা ও উন্নয়ন করেছে এবং এই মহান কাজকে একবিংশশতাব্দীতে উন্নীত করার জন্য উল্লেখযোগ্য অবদান রেখেছে ।
নিবন্ধেবলা হয়, চিয়াং জেমিনের নেতৃত্বাধীন তৃতীয় প্রজন্মের কেন্দ্রীয় কমিটি নানা ধরণের ঝুঁকি ও চ্যালেঞ্জের মোকাবেলা করে সাফল্যের সঙ্গেসংস্কার ও উন্মুক্তকরণের মহান কাজকে ২১তম শতাব্দীতে উন্নীত করেছে , সমাজতান্ত্রিক বাজার অর্থনীতির নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে এবং মার্কসবাদকে এক নতুন পর্যায়ে উন্নীত করেছে । --চুং শাওলি
|