v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-22 23:33:26    
কমরেড উ পাং কুও-এর সংক্ষিপ্ত জীবনী

cri

    উ পাং কুও ,পুরুষ, হান জাতিভুক্ত। ১৯৪১ সালের জুলাই মাসে হানহুই প্রদেশের ফেইতোংয়ে জন্ম। ১৯৬৪ সালের এপ্রিল মাসে চীনের কমিউনিস্ট পার্টিতে যোগ দান। ১৯৬৬ সালে ছিনহুয়া বিশ্ববিদ্যালয়ের রেডিও ও ইলেক্ট্রোনিক্স বিভাগের ইলেক্ট্রনিক ভ্যাকুয়াম ডিভাইস বিষয়ে স্নাতক প্রকৌশলী।

    বর্তমানে কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য, ১০তম জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং পার্টির নেতৃমন্ডলী গ্রুপের সম্পাদক।

    ১৯৬০ -১৯৬৭: ছিনহুয়া বিশ্ববিদ্যালয়ের রেডিও ও ইলেক্ট্রোনিক্স বিভাগের ইলেক্ট্রনিক ভ্যাকুয়াম ডিভাইস বিষয়ের ছাত্র।

    ১৯৬৭ - ১৯৭৬: সাংহাইয় তৃতীয় ইলেকট্রনিক  টিউব কারখানার শ্রমিক ও কারিগর। কারিগরী  বিভাগের উপপরিচালক ও পরিচালক।

    ১৯৭৬ - ১৯৭৮: সাংহাই তৃতীয় ইলেকট্রনিক টিউব কারখানার পার্টি কমিটির  উপ সম্পাদক, বিপ্লবী কমিটির উপপরিচালক, কারখানার উপপরিচালক ও পার্টি কমিটির উপসম্পাদক, কারখানার পরিচালক।

    ১৯৭৮ - ১৯৭৯: শাংহাই ইলেক্ট্রনিক কম্পোনেন্ট শিল্প কোম্পানির ভাইস ম্যানেজার ছিলেন।

    ১৯৭৯ - ১৯৮১ :শাংহাই ইলেক্ট্রনিক ভ্যাকুয়াম ডিভাইস   কোম্পানির উপ ব্যবস্থাপক।

    ১৯৮১ - ১৯৮৩: মিটার  ও টেলিযোগাযোগ শিল্প  ব্যুরোর পার্টি কমিটির উপ- সম্পাদক।

    ১৯৮৩ - ১৯৮৫: শাংহাই পৌর কমিটির  স্থায়ী সদস্য ,যুগপত্ পৌর কমিটির সম্পাদক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের দায়িত্ব প্রাপ্ত।

    ১৯৮৫ - ১৯৯১: শাংহাই পৌর কমিটির  উপ সম্পাদক।

    ১৯৯১ - ১৯৯২: শাংহাই পৌর কমিটির সম্পাদক।

    ১৯৯২ - ১৯৯৪: কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও শাংহাই পৌর কমিটির  সম্পাদক।

    ১৯৯৪ - ১৯৯৫: কেন্দ্রীয় পলিট  ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সম্পাদক।

    ১৯৯৫ - ১৯৯৭: কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য, কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সম্পাদক ও উপপ্রধানমন্ত্রী।

    ১৯৯৭ - ১৯৯৮: কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও রাষ্ট্রীয় পরিষদের উপপ্রধানমন্ত্রী।

    ১৯৯৮ - ১৯৯৯: কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য,রাষ্ট্রীয় পরিষদের উপপ্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় বৃহত্  শিল্প-প্রতিষ্ঠান কর্ম কমিটির সম্পাদক।

    ১৯৯৯ - ২০০২: কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য, রাষ্ট্রীয় পরিষদের উপপ্রধানমন্ত্রী, পার্টি নেতৃমন্ডলী গ্রুপের  সদস্য ও কেন্দ্রীয় শিল্প-প্রতিষ্ঠান কর্ম কমিটির সম্পাদক।

    ২০০২ - ২০০৩: কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী সদস্য, রাষ্ট্রীয় পরিষদের উপপ্রধানমন্ত্রী, পার্টির নেতৃমন্ডলী গ্রুপের  সদস্য ও কেন্দ্রীয় শিল্প-প্রতিষ্ঠান কর্ম কমিটির সম্পাদক।

    ২০০৩ - কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী কমিটির  সদস্য, দশম জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং পার্টির নেতৃমন্ডলী গ্রুপের  সম্পাদক।

    ১২ ও ১৩তম চীনের কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য, ১৪,১৫,১৬ ও ১৭তম কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ১৪তম কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য। ১৪তম কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাত্গ অধিবেশনে কেন্ডীয় সম্পাদকমন্ডলীর অতিরিক্ত সম্পাদক। ১৫তম কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য, ১৬ ও ১৭তম কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও স্থায়ী সদস্য। দশম জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান।