v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-22 23:31:36    
কমরেড লি কে ছিয়াং-এর সংক্ষিপ্ত জীবনী

cri

      লি কে ছিয়াং, পুরুষ, হান জাতিভূক্ত । ১৯৫৫ সালের জুলাই মাসে আনহুই প্রদেশের তিংইউয়ান জেলায় জন্ম । ১৯৭৬ সালের মে মাসে চীনা কমিউনিস্ট পার্টিতে যোগ দান । ১৯৭৪ সালের মার্চ মাসে কাজ শুরু  । পিকিং বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইকোনোমিকস থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক। চাকরির পাশাপাশি স্নাতকোত্তর। অর্থনীতিতে ডক্টরেট।
      বর্তমানে চীনের কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী সদস্য এবং চীনা কমিউনিস্ট পার্টির লিয়াওনিং প্রদেশের প্রাদেশিক কমিটির  সম্পাদক এবং লিয়াওনিং  প্রাদেশিক জাতীয় কংগ্রেসের স্থায়ী  কমিটির চেয়ারম্যান  ।
    ১৯৭৪ --১৯৭৬ : আনহুই প্রদেশের ফেংইয়াং জেলার তামিয়াও  কমিউনের তুংলিং ব্রিগেডে কর্মরত ।
    ১৯৭৬ --১৯৭৮ :  আনহুই প্রদেশের ফেংইয়াং জেলার তামিয়াও কমিউনের তুংলিং ব্রিগেডে চীনা কমিউনিস্ট পার্টির শাখা  সম্পাদক ।
    ১৯৭৮ -- ১৯৮২ : পিকিং বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের নেতৃস্থানীয় সদস্য।
    ১৯৮২--১৯৮৩ : পিকিং বিশ্ববিদ্যালয়ের চীনা কমিউনিস্ট যুব লীগ কমিটির সম্পাদক ।
    ১৯৮৩ --১৯৮৫ : পার্টির যুব লীগ  কেন্দ্রীয় কমিটির স্কুল বিভাগের মহাপরিচালক , চীনা ছাত্রছাত্রী ফেডারেশনের মহাসচিব এবং চীনা কমিউনিস্ট পার্টির যুব লীগ  কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীয় বিকল্প সম্পাদক ।
    ১৯৮৫--১৯৯৩ : যুব লীগ  কেন্দ্রীয় সম্পাদকমন্ত্রলীর সম্পাদক এবং চীনের যুব ফেডারেশনের ভাইস চেয়ারম্যান । (১৯৯১ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত  কেন্দ্রীয় পার্টি স্কুলে লেখাপড়া ।)
    ১৯৯৩ --১৯৯৮ : যুব লীগ  কমিটির কেন্দ্রীয় সম্পাদকমন্ত্রলীর প্রথম সম্পাদক এবং চীনের যুব রাজনৈতিক কলেজের প্রেসিডেন্ট ।(১৯৮৮ -- ১৯৯৪ : পিকিং বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইকোনোমিকস থেকে অর্থনীতি বিভাগে স্নাতকোত্তর শেষ করার পর  অর্থনীতিতে এম এ ও ডক্টরেট।)
    ১৯৯৮ --১৯৯৯ : হোনান  প্রাদেশিক কমিটির উপ-সম্পাদক এবং ভারপ্রাপ্ত গভর্নর ।
    ১৯৯৯ --২০০২ : হোনান প্রাদেশিক কমিটির উপ-সম্পাদক এবং গভর্নর। 
    ২০০২ --২০০৩ : হোনান প্রাদেশিক কমিটির সম্পাদক ও গভর্নর ।
    ২০০৩ --২০০৪ : হোনান প্রাদেশিক কমিটির সম্পাদক এবং প্রাদেশিক গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান  ।
    ২০০৪ --২০০৫ : লিয়াওনিং প্রাদেশিক কমিটির  সম্পাদক ।
    ২০০৫ --২০০৭ : লিয়াওনিং  প্রাদেশিক কমিটির  সম্পাদক এবং লিয়াওনিং প্রাদেশিক গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান  ।
    ২০০৭ -- কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী কমিটির  সদস্য , লিয়াওনিং প্রাদেশিক কমিটির  সম্পাদক এবং লিয়াওনিং  প্রাদেশিকগণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ।
     চীনের ১৫তম,১৬তম এবং ১৭তম জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সদস্য । ১৭তম কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য, স্থায়ী কমিটির সদস্য  । চীনের অষ্টম জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির সদস্য ।