v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-22 23:21:15    
কমরেড ওয়েন চিয়া পাও-এর সংক্ষিপ্ত জীবনী

cri

    ওয়েন চিয়া পাও , পুরুষ, হান জাতিভূক্ত, ১৯৪২ সালের সেপ্টেম্বরে জন্ম, থিয়ান চিন শহরের অধিবাসী, ১৯৬৫ সালের এপ্রিল মাসে চীনের কমিউনিস্ট পার্টিতে যোগদান । ১৯৬৭ সালের সেপ্টেম্বর মাসে চাকরি শুরু । পেইচিং ভূতত্ত্ব বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্বিক কাঠামোকে প্রধান বিষয় হিসেবে স্নাতক পরে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর । প্রকৌশলী।

   চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য , রাষ্ট্রীয় পরিষদের প্রধানমন্ত্রী এবং চীনের কমিউনিস্ট পার্টি নেতৃমন্ডলী গ্রুপের সম্পাদক।

    ১৯৬০--১৯৬৫ : পেইচিং ভূতত্ত্ব ইনস্টিটিউটের ভূতত্ত্ব ও খনিজ সম্পদ ১ নং বিভাগের ভূতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান বিষয়ে ছাত্র।

    ১৯৬৫--১৯৬৮ : পেইচিং ভূতত্ত্ব ইনস্টিটিউটের ভূতাত্ত্বিক কাঠামো বিভাগের স্নাতকোত্তর।

    ১৯৬৮--১৯৭৮ : কান সু প্রদেশের ভূতত্ত্ব ব্যুরোর জিওমেকানিক্স দলের কারিগর, রাজনৈতিক ইনস্ট্রাষ্টরএবং এ দলের রাজনৈতিক বিভাগের প্রধান।

    ১৯৭৮--১৯৭৯ : কান সু প্রদেশের ভূতত্ত্ব ব্যুরোর জিওমেকানিক্স দলের কমিউনিস্ট পার্টির স্থায়ী কমিটির সদস্য এবং এ দলের উপপ্রধান।

    ১৯৭৯--১৯৮১ : কান সু প্রদেশের ভূতত্ত্ব ব্যুরোর উপ-পরিচালক এবং প্রকৌশলী।

    ১৯৮১--১৯৮২ : কান সু প্রদেশের ভূতত্ত্ব ব্যুরোরউপ-মহাপরিচালক।

    ১৯৮২--১৯৮৩ : চীনের ভূতত্ত্ব ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নীতি ও আইন বিষয়ক নিরীক্ষা কার্যালয়ের মহাপরিচালক এবং পার্টির নেতৃমন্ডলী গ্রুপের সদস্য।

    ১৯৮৩--১৯৮৫ : ভূতত্ত্ব ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী, পার্টির নেতৃমন্ডলী গ্রুপের সদস্য , পার্টির নেতৃমন্ডলী গ্রুপের উপ-সম্পাদক এবং রাজনৈতিক বিভাগের মহাপরিচালক।

    ১৯৮৫--১৯৮৬ : চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের উপপরিচালক।

    ১৯৮৬--১৯৮৭ : চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের পরিচালক।

    ১৯৮৭--১৯৯২ : কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকমন্ডলীর বিকল্প সম্পাদক , কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের পরিচালক এবং কেন্দ্রীয় কমিটির অধীনস্থ কর্ম কমিটির সম্পাদক।

    ১৯৯২--১৯৯৩ : কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর বিকল্প সদস্য, কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সম্পাদক, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের পরিচালক এবং কেন্দ্রীয় কমিটির অধীনস্থ কর্ম কমিটির সম্পাদক।

    ১৯৯৩--১৯৯৭ সালে তিনি কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর বিকল্প সদস্যএবং কেন্দ্রীয় সম্পাদকমন্ডলী সম্পাদক।

    ১৯৯৭--১৯৯৮ : কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্যএবং কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সম্পাদক।

    ১৯৯৮--২০০২ : কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সম্পাদক , রাষ্ট্রীয় পরিষদের উপপ্রধানমন্ত্রী, পার্টির নেতৃমন্ডলী গ্রুপের সদস্য এবং কেন্দ্রীয় অর্থ বিষয়ক কর্ম কমিটির সম্পাদক।

    ২০০২--২০০৩ : কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য , রাষ্ট্রীয় পরিষদের উপপ্রধানমন্ত্রী, চীনের কমিউনিস্ট পার্টির নেতৃমন্ডলী গ্রুপের সদস্য এবং কেন্দ্রীয় অর্থ বিষয়ক কর্ম কমিটির সম্পাদক।

    ২০০৩ _ কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য , রাষ্ট্রীয় পরিষদের প্রধানমন্ত্রী এবং পার্টির নেতৃমন্ডলী গ্রুপের সম্পাদক ।

    চীনের কমিউনিস্ট পার্টির ১৩তম, ১৪তম,১৫তম,১৬তম এবং ১৭তম কেন্দ্রীয় কমিটির সদস্য, ১৩তম কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর বিকল্প সম্পাদক। ১৪তম কেন্দ্রীয় পলিট ব্যুরোর বিকল্প সদস্য, কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সম্পাদক, ১৫তম কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য, কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সম্পাদক, ১৬তম এবং ১৭তম কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য এবং স্থায়ী কমিটির সদস্য।