v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-22 22:51:30    
কমরেড চৌ ইয়োং খাং- এর সংক্ষিপ্ত জীবনী

cri

    চৌ ইয়োং খাং, পুরুষ, হান জাতিভূক্ত , ১৯৪২ সালের ডিসেম্বর মাসে চিয়াংসু প্রদেশের উসি শহরে জন্ম। ১৯৬৪ সালের নভেম্বর মাসে কমিউনিস্ট পার্টি যোগ দান।১৯৬৬ সালের সেপ্টেম্বর মাসে চাকরি শুরু । পেইচিং পেট্রোলিয়াম ইনস্টিটিউটের ভৌত ভূতাত্ত্বিক অনুসন্ধ্যায় বিভাগ থেকে স্নাতক । অধ্যাপকের সম মর্যাদার উর্ধ্বতন প্রকৌশলী।

    বর্তমান কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য, রাষ্ট্রীয় কাউন্সিলর, রাষ্ট্রীয় পরিষদের পার্টি নেতৃত্ব গ্রুপের সদস্য, কেন্দ্রীয় আইন কমিটির ডেপুটি সম্পাদক, গণ নিরাপত্তা মন্ত্রী ও পার্টি সম্পাদক।

    ১৯৬১-১৯৬৬ পেইচিং পেট্রোলিয়াম ইনস্টিটিউটের ভৌত ভূতাত্ত্বিক বিভাগের ছাত্র

    ১৯৬৬-১৯৬৭ চাকরীর অপেক্ষায় ইনস্টিটিউটে অবস্থান

    ১৯৬৭-১৯৭০ দাছিং তেলক্ষেত্রের ৬৩৭ নং কারখানার ভুতাত্ত্বিক জরিপ দলের ইনটান',কারিগর

    ১৯৭০-১৯৭৩ লিয়াওহো তেল অনুসন্ধান প্রচারণা সদর দপ্তরের ভুতাত্ত্বিক জরিপ রেজিমেন্টের কারিগর , পার্টি শাখার সম্পাদক ও ব্রিগেডের নেতা।

    ১৯৭৩-১৯৭৬ লিয়াওহো তেল অনুসন্ধান ব্যুরোর ভৌতভূতাত্ত্বিক অনুসন্ধান বিভাগের পরিচালক।

    ১৯৭৬-১৯৭৯ লিয়াওহো তেল অনুসন্ধান ব্যুরোর রাজনৈতিক বিভাগের উপ-পরিচালক।

    ১৯৭৯-১৯৮৩ লিয়াওহো তেল অনুসন্ধান ব্যুরোর উপ-মহাপরিচালক ও খনন সদর দপ্তরের পার্টি সম্পাদক, ভৌত ভূতাত্ত্বিক অনুসন্ধান সদর দপ্তরের পার্টি সম্পাদক ও পরিচালক।

    ১৯৮৩-১৯৮৫ লিয়াওহো তেল অনুসন্ধান ব্যুরোর মহাপরিচালক ও পার্টির উপ সম্পাদক, লিয়াওনিং প্রদেশের পানচিন শহরের পৌর সরকারের উপ সম্পাদক ও মেয়র।

    ১৯৮৫-১৯৮৮ তেল শিল্প উপমন্ত্রী ও পার্টির নেতৃমন্ডলী গ্রুপের সদস্য।

    ১৯৮৮-১৯৯৬ চীনের তেল ও প্রাকৃতিক গ্যাস করপেরেশনের উপমহাব্যবস্থাপক ও পার্টির নেতৃমন্ডলী উপ সম্পাদক। ১৯৮৯-১৯৯০ যুগপত্ তালিমু তেল প্রচারণা সদর দপ্তরের পরিচালক ও অস্থায়ী পার্টি সম্পাদক। ১৯৮৯-১৯৯০ শাং লি তেল ব্যবস্থাপনা ব্যুরোর পার্টি সম্পাদক , মহাপরিচালক ও শানতুং প্রদেশের কুংকুয়ান শহরের পৌর সরকারের সম্পাদক। 

    ১৯৯৬-১৯৯৮ চীনের তেল ও প্রাকৃতিক গ্যাস জেনারেল ম্যানেজার ও পার্টি নেতৃমন্ডলী গ্রুপের সম্পাদক।

১৯৯৮-১৯৯৯ ভূ-সম্পদ মন্ত্রী ও পার্টি নেতৃমন্ডলী সম্পাদক।

    ১৯৯৯-২০০২ সিছুয়ান প্রদেশের পার্টি কমিটির সম্পাদক।

    ২০০২-২০০৩ কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য, কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সম্পাদক, কেন্দ্রীয় আইন কমিটির উপ সম্পাদক, গণ নিরাপত্তা মন্ত্রী ও পার্টি কমিটির সম্পাদক।

    ২০০৩-২০০৭ কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য, কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সম্পাদক, রাষ্ট্রীয় কাউন্সিলর, রাষ্ট্রীয় পরিষদের পার্টি নেতৃমন্ডলী গ্রুপের সদস্য, কেন্দ্রীয় আইন কমিটির উপ সম্পাদক, গণ নিরাপত্তা মন্ত্রী ও পার্টি কমিটির সম্পাদক।

    ২০০৭- কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য, রাষ্ট্রীয় কাউন্সিলর, রাষ্ট্রীয় পরিষদের পার্টি নেতৃমন্ডলী গ্রুপের সদস্য, কেন্দ্রীয় আইন কমিটির উপ সম্পাদক, গণ নিরাপত্তা মন্ত্রী ও পার্টি কমিটির সম্পাদক।

    ১৪তম কেন্দ্রীয় বিকল্প সদস্য, ১৫তম, ১৬তম ও ১৭তম কেন্দ্রীয় কমিটির সদস্য, ১৬তম কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য, কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সম্পাদক, ১৭তম কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও স্থায়ী কমিটির সদস্য।