চীনের কমিউনিস্ট পার্টির ১৭তম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বেশ কয়েকটি দেশের নেতা ও বন্ধুত্বপূর্ণ রাজনৈতিক নেতারা হু চিন থাওকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
২২ অক্টোবর পাঠানো এসব অভিনন্দন বার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ সেদেশের জনগণ ও নিজের পক্ষ থেকে ১৭তম কংগ্রেসের সফল সমাপনীর জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি হু চিন থাও ও চীনের কমিউনিস্ট পার্টির নতুন কেন্দ্রীয় নেতৃমন্ডলীর প্রতি উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
মলদোভার প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান ভ্লাদিমির ভোরোনিন অভিনন্দন বার্তায় বলেছেন, হু চিন থাওয়ের পুনর্নির্বাচিত , চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটতে নবীনতর সদস্য নির্বাচন এবং ১৭তম কংগ্রেসে গৃহীত নতুন কর্মসূচীতে আবারো চীনের কমিউনিস্ট পার্টির চিন্তাধারা ও সাংগঠনিক ক্ষেত্রের সংহতি প্রকাশিত হয়েছে।
প্যান-গ্রিস সমাজতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান, সমাজতন্ত্রী পার্টির আন্তর্জাতিক চেয়ারম্যান জর্জ পাপান্দ্রু অভিনন্দন বার্তায় বলেছেন, একবিংশ শতাব্দীতে মহান চীন দিন দিন উন্নত শক্তিতে পরিণত হচ্ছে।
ফ্রান্সের কমিউনিস্ট পার্টির সম্পাদক মারিয়ে জর্জ বুঁফে অভিনন্দন বার্তায় হু চিন থাও ও সকল চীনা জনগণের বড় সাফল্য কামনা করেছেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|