v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-22 19:31:43    
চীনা কমিউনিষ্ট পার্টির নতুন নির্বাচিত নেতৃমন্ডলী

cri

    চীনা কমিউনিস্ট পার্টির ১৭তম কেন্দ্রীয় কমিটির প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন ২২ অক্টোবর সকালে পেইচিংয়ে অনুষ্ঠিত হয় । অধিবেশনে চীনা কমিউনিষ্ট পার্টিরকেন্দ্রীয় কমিটির নতুন নেতৃমন্ডলীনির্বাচিত হয়েছে । হু চিনথাও , উ পাংকো , ওয়েন চিয়াপাও, চিয়া ছিংলিন, লি ছাংছুন, সি চিনফিং, লি খ্যছিয়াং, হো কোছিয়াং এবং চৌ ইয়ুংখাং পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন । হু চিনথাও পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হন । তাছাড়া পূর্ণাঙ্গ অধিবেশনে নতুন কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্যগণ , বিকল্প সদস্যগণ নির্বাচিত হয়েছেন । কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীরসদস্যগণ এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের সদস্যগণ মনোনীতহয়েছেন ।

    উল্লেখ্য, ৭ কোটি ৩০ লাখ সদস্য বিশিষ্ট চীনা কমিউনিষ্ট পার্টির মধ্যে কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থানীয় কমিটি পার্টির সবচেয়ে উচ্চ পদস্থ নেতৃস্থানীয় সংস্থা । কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অধিবেশন পর্যন্তকেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো এবং তার স্থানীয় কমিটি কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করে ।

    প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন শেষে নতুন নির্বাচিতসাধারণ সম্পাদক হু চিনথাও এবং নতুন কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থানীয় কমিটির সদস্যরা দেশিবিদেশী সংবাদদাতাদের সঙ্গে সাক্ষাত করেন । সাক্ষাত্কালে হু চিনথাও ভাষণ দিয়েছেন । নবনির্বাচিত নেতাদের ওপর আস্থার কথা জানিয়ে তিনি নতুন নির্বাচিত কেন্দ্রীয় নেতৃস্থানীয় সংস্থার সদস্যদের পক্ষ থেকে গোটা পার্টির কমরেডদেরকে ধন্যবাদ জানান । তিনি বলেন , তারা তেং সিয়াওপিংয়ের তত্ত্ব এবং " তিনটি প্রতিনিধিত্ব" সম্পর্কিত গুরুত্বপূর্ণ চিন্তাধারাকে পথ নির্দেশক হিসেবে নিয়ে গভীরভাবে বিজ্ঞানসম্মত উন্নয়ন তত্ত্বকেবাস্তবায়ন করবেন এবং চীনের নিজস্বববৈশিষ্ট্যের সমাজতন্ত্রের আরও উজ্জ্বল সম্ভাবনার দুয়ার উম্মোচনকরার চেষ্টা চালাবেন । তিনি বলেন , আমরা রাজনীতি পরিচালনা এবং দেশকে সমৃদ্ধ করার জন্য পার্টির প্রথম গুরু দায়িত্ব কাঁধে নিয়ে মনেপ্রাণে উন্নয়নের চেষ্টা চালাব । সার্বিকভাবে সমাজতান্ত্রিক বাজার অর্থনীতি, সমাজতন্ত্রের গণতান্ত্রিক রাজনীতি, সমাজতন্ত্রের প্রগতিশীল সংস্কৃতি , সমাজতন্ত্রের সুষম সমাজকে সামনে এগিয়ে নিয়ে যাব এবং মানুষকে গুরুত্ব দেয়ার ভিত্তিতে সার্বিকভাবে বিজ্ঞানসম্মত টেকসই উন্নয়ন সমন্বিত করার চেষ্টা চালাব ।

    ভাষণে হু চিনথাও বলেন , তিনি তেজি, কার্যকর , আরও উন্মুক্ত এবং বিজ্ঞানভিত্তিক উন্নয়নের পক্ষে সহায়ক হবে এমন একটি অবকাঠামো ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চালাবেন । তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ,রাজনৈতিক পার্টি জন কল্যাণের জন্যই দায়িত্ব পালন করবে এই নীতিতে অটল থেকে আমরা জনগণের স্বার্থের সঙ্গে জড়িত সমস্যার সমাধান করব । মনেপ্রাণে জনগণের জন্য বাস্তব ও ভাল কাজ করব এবং সুষম সমাজ গঠনের কাজ এগিয়ে নিয়ে যাব ।

    চীনের পররাষ্ট্রনীতি সম্পর্কে হু চিনথাও বলেন , আমরা স্বাধীনতা ও স্বাতন্ত্র্যের শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতি পালন করে , শান্তিপূর্ণ উন্নয়নের পথ অনুসরণ করে পারস্পরিক কল্যাণ এবং উভয়ের জয় লাভ করার উন্মুক্ত কৌশল বাস্তবায়ন করব । শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতির ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা করব ।স্থায়ী শান্তি ও অভিন্ন সমৃদ্ধির সুষম বিশ্ব গড়ে তোলাকে তরান্বিত করার চেষ্টা চালাব ।

    এই দিন সকালে নতুন কেন্দ্রীয় কমিটির শৃঙখলা পরিদর্শন কমিশনের পূর্ণাঙ্গ অধিবেশনে হো কোছিয়াং কেন্দ্রীয় শৃঙখলা পরিদর্শন কমিশনের সম্পাদক নির্বাচিত হন ।

    গত পলিট ব্যুরোর স্থায়ীকমিটির তুলনায় বর্তমান স্থায়ী কমিটির সদস্যদের বয়স কিছু কম । স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে কোনো কোনো সদস্যের জন্ম হয়েছে নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পর । নতুন সদস্যদের মধ্যে কোনো কোনো সদস্য উচ্চ শিক্ষায় শিক্ষিত।

    ৬৪ বছর বয়সী হু চিনথাও ১৯৪২ সালের ডিসেম্বর মাসে পূর্ব চীনের আনহুই প্রদেশে জন্ম নেন । তিনি চীনের বিখ্যাত ছিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন । তিনি পর পর চীনের কমিউনিজম লীগের এবং নিখিল চীনের যুব ফেডারেশনের দায়িত্বশীল ব্যক্তি ছিলেন । ৫ বছর আগে তিনি চীনা কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হন । ---চুং শাওলি