সদ্য সমাপ্ত চীনের কমিউনিস্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেস সম্পর্কে হংকং ও ম্যাকাওয়ের প্রধান প্রধান পত্রিকাগুলো ২২ অক্টোবর পৃথক পৃথকভাবে সম্পাদকীয় মন্তব্যে বলেছে, এই কংগ্রেসে ধারাবাহিক গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত থেকে প্রতিপন্ন হচ্ছে যে, চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এটা চীনের ভবিষ্যত উন্নয়নের ওপর সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করবে।
হংকংয়ের "দা কোং পত্রিকা" এর সম্পাদকীয় মন্তব্যে বলেছে, চীনের কমিউনিস্ট পার্টির এবারের ১৭তম কংগ্রেস "বিজ্ঞানসম্মত উন্নয়ন তত্ত্ব" ও "সুষম সমাজ" গঠনসহ মূল বিষয়বস্তুগুলো পার্টির গঠনতন্ত্রে লিপিবদ্ধ করেছে। এ থেকে প্রমাণিত হয়েছে যে, চীনের কমিউনিস্ট পার্টির নির্দেশনামূলক চিন্তাধারা সময়ের সঙ্গে সঙ্গে উন্নততর হয়েছে। এর ফলে পার্টির কর্মসূচীতে চীনের বৈশিষ্ট্য ও যুগের বৈশিষ্ট্য স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
হংকংয়ের "শাং পাও" পত্রিকায় প্রকাশিত সম্পাদকীয়তে বলা হয়েছে, চীনের কমিউনিস্ট পার্টির নতুন কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিকল্প সদস্যের নির্বাচন থেকে প্রতিপন্ন হচ্ছে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতৃমন্ডলীর সুষ্ঠুভাবে স্থলাভিষিক্ত হয়েছে। নতুন নির্বাচিত কেন্দ্রীয় সদস্য ও বিকল্প সদস্যদের বয়স তুলনামূলকভাবে কম, প্রতিনিধিত্ব আরো ব্যাপক এবং আরো প্রাণবন্ত।
ম্যাকাওয়ের "শিমিন রিপাও" পত্রিকার এক প্রবন্ধে উল্লেখ করা হয়েছে, চীনের কমিউনিস্ট পার্টির ১৭তম কংগ্রেসে উত্থাপিত নতুন চিন্তাধারাগুলোতে চীনের কমিউনিস্ট পার্টির সুযোগ ও চ্যালেঞ্জের মোকাবেলায় সাহসের সঙ্গে সামনে এগিয়ে যাওয়া, সার্বিকভাবে চীনের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক নির্মাণ ত্বরান্বিত করার ভাবনা প্রতিফলিত হয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|