v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-19 19:23:33    
চীনের কমিউনিষ্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেস শেষ

cri

     চীনের কমিউনিষ্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেস ২১ অক্টোবর সকালে পেইচিংএ শেষ হয়েছে। কংগ্রেসে হু চিন থাওয়ের পেশ করা রির্পোট অনুমোদন ছাড়াও কমিউনিষ্ট পার্টির গঠনতন্ত্র সংশোধন করা হয়েছে। পার্টির সংশোধিত গঠনতন্ত্রে " বিজ্ঞানস্মত উন্নয়ন ধারণা" অন্তর্ভূক্ত হয়েছে যে , চীনের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বর্পূণ পরিচালনা নীতি এবং চীনের নিজস্ব বৈশিষ্ট্যেসমাজতন্ত্র গড়ে তোলার ক্ষেত্রেএকটি গুরুত্বপূর্ণ কৌশলগত চিন্তাধারা।

    কংগ্রেসের সভাপতিত্ব করার সময় পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিন থাও বলেছেন, ইতিহাস প্রমাণ করবে যে, চীনের কমিউনিষ্ট পার্টির এবারের কংগ্রেসে যে গুরুত্বর্পূণ সিদ্ধান্তও পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যে বিশাল সাফল্য অর্জিত হয়েছে তা নিঃসন্দেহে চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্র নির্ধানের মহান কাজ ও পার্টির গঠনকাজের নতুন প্রকল্প সার্বিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত এবং তাত্পর্যপূর্ণ।

    একই দিন পার্টির সংবিধান সংশোধনের খসড়া প্রস্তাব অনুমোদিত হয়। এই প্রস্তাব অনুযায়ী, শক্তিশালী , সভ্য ও সুষম ক আধুনিক সামাজতান্ত্রিদেশকে গড়ে তোলা চীনের কমিউনিষ্ট পার্টির ভবিষ্য সংগ্রামের লক্ষ্য। এর পাশাপাশি অর্থনৈতিক , রাজনৈতিক , সাংস্কৃতিক এবং সামাজিক গঠনকাজে ---চীনের বৈশিষ্টমন্ডিত সমাজতান্ত্রিক ব্রতের মৌলিক বিন্যাস পার্টির সংবিধানে লিপিবদ্ধ করা হবে।

    তা ছাড়া, কংগ্রেসে গত মেয়াদের কেন্দ্রীয় কমিটির শৃংখলা পরীক্ষা কমিটির কার্যবিবরনী অনুমোদিত হয়েছে এবং গত পাঁচ বছরের কাজকে পুরোপুরি স্বীকৃতিদেওয়া হয়েছে। সমাপনী অনুষ্ঠানে অংশ গ্রহণকারী ২২০০ জনেরও বেশী প্রতিনিধি গোপনী ব্যলিটে ব্যারোধে মার্জিন নির্বাচনের মাধ্যমে ২০৪ জন সদস্য ও ১৬৭ জন বিকল্প সদস্যকে নিয়ে গঠিত নতুন মেয়াদের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করেছেন। নতুন মেয়াদের কেন্দ্রীয় শৃংখলা পরীক্ষা কমিটির ১২৭ জন সদস্যও নির্বিচিত হয়েছেন। (চিয়াং চিন ছেং)