চীনের জাতীয় মেধাস্বত্ব ব্যুরোর মহাপরিচালক টিয়েন লি ফু ১৮ অক্টোবর পেইচিংয়ে সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, মেধাস্বত্বের সমস্যাগুলোকে রাজনৈতিকায়নে চীনের কাছে গ্রহণ যোগ্য নয়।
টিয়েন লি ফু মনে করেন, মেধাস্বত্ব হচ্ছে একটি আন্তর্জাতিক সমস্যা। মেধাস্বত্ব ক্ষেত্রে ব্যাপক আন্তর্জাতিক সহযোগিতা দরকার। বৈরীতার পরিবর্তে সংলাপ এবং অভিযোগের পরিবর্তে সহযোগিতা করা উচিত। চীন মেধাস্বত্বের রাজনৈতিকায়ন এবং চাপ সৃষ্টির বিরোধিতা করে।
তিনি আরো বলেন, শিল্পোন্নত দেশ থেকে আসা বহু বড় বড় শিল্প প্রতিষ্ঠান, বিশেষ করে বহুজাতিক কোম্পানিগুলো চীনের মেধাস্বত্ব পেয়ে চীনে বিপুল পরিমাণ মুনাফা লাভ করেছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পেটেন্ট আবেদন, ট্রেড মার্ক নিবন্ধিত করা, চীনের মেধাস্বত্ব সংস্থার মাধ্যমে আইন কার্যকর করা। এ থেকে বুঝা যায়, বিদেশী শিল্প প্রতিষ্ঠানগুলো চীনের মেধাস্বত্ব সংরক্ষণের ওপর আস্থাবান। এখন প্রতি বছর বিদেশ থেকে আসা পেটেন্ট আবেদনের সংখ্যা ১০ শতাংশ হারে বাড়ছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|