উত্তর-পশ্চিম চীনের নিংসিয়া হুই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চল সরকারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াং চাং ওয়েই ১৮ অক্টোবর সি আর আইয়ের সংবাদদাতাকে এক সাক্ষাত্কার দেয়ার সময় বলেছেন, কেন্দ্রীয় কমিটির উত্থাপিত উন্নয়নের বিজ্ঞানসমত্ত তত্ত্ব সংখ্যালঘু জাতি অঞ্চলের উন্নয়নের জন্য দিক নির্দেশনা দিয়েছে।
ওয়াং চাং ওয়েই বলেন, বর্তমান নিংসিয়ার অর্থনৈতিক উন্নয়নের গতি অতি দ্রুত। চীনের পশ্চিমাঞ্চল এখন সবচেয়ে দ্রুত ও শ্রেষ্ঠ উন্নয়নের যুগে প্রবেশ করেছে। সাম্প্রতিক বছরগুলোতে নিংসিয়ায় প্রাকৃতিক সভ্যতা সৃষ্টি করা , মরুকরণ নিয়ন্ত্রণ ও পানি সাশ্রয়সহ নানা ক্ষেত্রে লক্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে। তিনি উল্লেখ করেছেন, নিংসিয়া ও পূর্বাঞ্চলের ব্যবধান বিরাট। ফলে মুক্ত চিন্তাভাবনা, বৈদেশিক বিনিয়োগ উন্মুক্ত করা, সংস্কারকে গভীরতর করা ও উন্নয়নের ধারাকে আরো গতিশীল করা উচিত। যাতে ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে নিংসিয়ার অধিক দ্রুত উন্নয়ন বাস্তবায়িত করা যায়। (ইয়ু কুয়াং ইউয়ে)
|