১৫ অক্টোবর চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিন থাও চীনের কমিউনিষ্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেসে বলেছেন , জনগণের গণতন্ত্র সমাজতন্ত্রের প্রাণশক্তি । রাজনৈতিক ব্যবস্থার সংস্কারকে আরো গভীরে নিয়ে যাওয়ার ব্যাপারে নির্ভুল রাজনৈতিক দিকস্থিতিতে অটল থাকতে হবে । জনগণের দেশের মালিক হওয়ার অধিকার নিশ্চিত করাকে আমাদের মূল দায়িত্ব এবং চীনের কমিউনিষ্ট পার্টি ও দেশের প্রাণশক্তি এবং জনসাধারণের সক্রিয় করে তোলা লক্ষ্য হিসেবে সমাজতান্ত্রিক গণতন্ত্রায়নকে তরান্বিত করতে হবে , আইন অনুসারে দেশ শাসন ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে এবং সমাজতান্ত্রিক রাজনৈতিক সভ্যতা গড়ে তুলতে হবে ।
হু চিন থাও বলেন , সমাজতন্ত্রের গণতান্ত্রিক রাজনীতি প্রসারের জন্য জনগণের গণতান্ত্রিক অধিকার বাড়াতে হবে ও তাদের দেশের মালিক হওয়ার অধিকার নিশ্চিত করতে হবে । নাগরিকদের মধ্যে আইন অনুসারে দেশ শাসন , সমতা ও ন্যায়পরায়নতার কথা প্রচার করতে হবে , প্রাথমিক স্তরের গণতন্ত্রের মান উন্নত করতে হবে এবং জনগণের আরো বেশি বাস্তব গণতান্ত্রিক অধিকারকে নিশ্চিত করতে হবে । আইন অনুসারে দেশ শাসনের মৌলিক নীতি কার্যকর করতে হবে ও তত্ত্বাবধান ব্যবস্থা আরো নিঁখুত করতে হবে যাতে জনগনের দেয়া অধিকারের সদব্যবহার করা যায় ।
হু চিন থাও বলেন , সমাজতন্ত্রের বিকাশের সঙ্গে সঙ্গে গণতন্ত্রায়নের মানও উন্নত হয় । চীনের স্ববৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র গড়ে তোলার ঐতিহাসিক প্রক্রিয়ায় চীনের কমিউনিষ্ট পার্টির সদস্যরা ও চীনা জনগণ অবশ্যই সমাজতন্ত্রের গণতান্ত্রিক রাজনীতিকে আরো প্রাণবন্ত করে তুলবে। (ফেং সিয়াও ছিয়েন)
|