১৫ অক্টোবর পেইচিংয়ের মহা গণ ভবনে চীনের ক্ষমতাসীন পার্টি --- চীনা কমিউনিস্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেসের বর্নাঢ্য উদ্বোধন হয়েছে। হু চিন থাও, চিয়াং জে মিন, উ পাং কুও, ওয়েন চিয়া পাও, চিয়া ছিং লিন, জেন ছিং হোং, উ কুয়ান চাং, লি চাং ছুন , রো কান প্রমুখ পার্টির প্রধান নেতৃবৃন্দ ও বিশেষ প্রতিনিধি আর পার্টির সদস্যদের মধ্য থেকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত ২২০০ জনেরও বেশি প্রতিনিধি এবারের কংগ্রেসে অংশ নিয়েছেন। প্রতিনিধিরা চীনের কমিউনিস্ট পার্টির ৭ কোটিরও বেশি সদস্যের মধ্য থেকে নির্বাচিত হয়েছেন।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য উ পাং কুও কংগ্রেসে সভাপতিত্ব করছেন। তাঁর প্রস্তাবে সকল প্রতিনিধি মাও সে তুং, তেং সিয়াও পিংসহ চীনের কমিউনিস্ট পার্টি ও গণ প্রজাতন্ত্র চীনের প্রয়াত নেতাদের ও বিপ্লবী শহীদদের প্রতি দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনে মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিন থাও ১৬তম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে "চীনের বৈশিষ্ট্যপূর্ণ সমাজতান্ত্রিক মহান পতাকা উর্ধ্বে তুলে ধরুন, সার্বিক সচ্ছল সমাজ সার্বিক নির্মাণে নতুন বিজয় লাভের জন্য সংগ্রাম করুন" শিরোনামে রিপোর্ট পাঠ করেন।
হু চিন থাওয়ের রিপোর্টে ১২টি অংশে বিভক্ত। প্রধান বিষয় বস্তুর মধ্যে রয়েছে গত পাঁচ বছরে কাজকর্মের পর্যালোচনা, প্রায় ৩০ বছরে চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ঐতিহাসিক প্রক্রিয়ার তত্ত্বীয় সারসংকলন, উন্নয়নের বিজ্ঞানসম্মত তত্ত্বের অর্থ ও চীনের উন্নয়নের ধারায় তার গুরুত্বপূর্ণ তাত্পর্য ব্যাখ্যা করা, ভবিষ্যতে চীনের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, সমাজ, প্রতিরক্ষা, কূটনীতি, দেশের পুনরেকীকরণ, পার্টিন বিনির্মাণসহ নানা ক্ষেত্রের কাজ বিন্যাস করা।
চীনের কমিউনিস্ট পার্টির জাতীয় কংগ্রেস ও এর কেন্দ্রীয় কমিটি হচ্ছে চীনের কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নেতৃত্ব সংস্থা। প্রতি পাঁচ বছরে একবার এই জাতীয় কংগ্রেস আয়োজিত হয়।
এবার কংগ্রেস সাত দিন ধরে চলবে। কর্মসূচী অনুযায়ী, প্রতিনিধিরা হু চিন থাওয়ের পেশ করা রিপোর্ট পর্যালোচনা করবেন, "চীনের কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্রের সংশোধনী বিল" পর্যালোচনা করে অনুমোদন করবেন, ১৬তম কেন্দ্রীয় শৃঙ্খলা পরিদর্শন কমিটির দাখিল করা কার্য বিবরণী পর্যালোচনা করবেন এবং নতুন কেন্দ্রীয় কমিটি ও কেন্দ্রীয় শৃঙ্খলা পরিদর্শন কমিটি নির্বাচন করবেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|