১৫ অক্টোবর পেইচিংয়ে অনুষ্ঠেয় চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেসে অংশ নেওয়ার জন্য ১৩ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত ৩৮টি প্রতিনিধি দলের সবাই কংগ্রেসের কাছে তাদের নাম লিখিয়েছে ।
প্রতিনিধিরা বলেন , ২০০২ সালে কমিউনিস্ট পার্টির ১৬তম জাতীয় কংগ্রেস আয়োজনের পর সাধারণ সম্পাদক হু চিন থাওয়ের নেতৃত্বাধীন চীনের কমিউনিস্ট পার্টি দেশের বিভিন্ন জাতির জনগণের সঙ্গে নিয়ে কার্যকরভাবে বৈজ্ঞানিক উন্নয়ন চিন্তাধারা বাস্তবায়ন করেছে , নিষ্ঠার সঙ্গে দেশের নির্মাণ করেছে এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত করেছে । গত ৫ বছরে চীনের অর্থনৈতিক সামর্থ্য ও দেশের বহুমুখী শক্তি অব্যাহতভাবে বেড়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে চীনের প্রভাবও বাড়ছে , জনগণের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে এবং সমাজতান্ত্রিক অর্থনীতি , রাজনীতি , সংস্কৃতি ও সমাজের নির্মাণ সার্বিকভাবে উন্নত হচ্ছে । তারা আশা করেন অনুষ্ঠেয় কমিউনিস্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেস আরো সুষম ও বড় উন্নয়ন বয়ে আনবে । তারা বিশ্বাস করেন , এ কংগ্রেসের পর চীনের উন্নয়ন আরো প্রাণবন্ত হবে। (শুয়েই ফেই ফেই)
|