চীনের কমিউনিস্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেসের প্রতিনিধি, জাতীয় মেধাস্বত্ব ব্যুরোর মহাপরিচালক টিয়েন লি ফু ১৩ অক্টোবর সি আর আই এর সাক্ষাত্কার দেয়ার সময়ে জোর দিয়ে বলেছেন, জালিয়াতি দমন হচ্ছে চীন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারগুলোর একটি। চীন দৃঢ়ভাবে তা কার্যকর করে যাবে।
১৩ অক্টোবর টিয়েন লি ফু চীন আন্তর্জাতিক বেতারের আমন্ত্রণে সশরীরে উপস্থিত হয়ে এই সাক্ষাত্কার দেন।
তিনি বলেন, ১৬তম জাতীয় কংগ্রেসের পর চীনের মেধাস্বত্ব সংরক্ষণের নানা ক্ষেত্রে লক্ষণীয় উন্নতি হয়েছে। মেধাস্বত্ব আইন ব্যবস্থা ধাপে ধাপে সুসম্পন্ন হয়েছে। চীনের মেধাস্বত্বের সৃষ্টি, ব্যবহার ও সম্প্রসারণ বিশ্বের প্রথম সারিতে চলে গেছে।
টিয়েন লি ফু জোর দিয়ে বলেন, মেধাস্বত্ব সংরক্ষণ ক্ষেত্রে চীন আন্তর্জাতিক সহযোগিতাকে স্বাগত জানায়। চীন সংলাপ ও সহযোগিতার মনোভাবকে সমর্থন করে এবং নিন্দাকে বিরোধিতা করে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|