v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-12 20:03:21    
চীনে গণ শরীর চর্চার কাজ তত্পর রয়েছে

cri

    গণ শরীরচর্চা কর্মসূচী কার্যকর হওয়ায় গত ৫ বছরে চীনে কোটি কোটি মানুষ উপকৃত হয়েছেন ।

    " গণ শরীর চর্চা করা " বিংশ শতাব্দীর নব্বই দশকের মাঝামাঝি সময়ে চীন সরকার প্রণীত ও সমর্থিত এবং সব মানুষের অংশ গ্রহণমূলকএকটি কার্যক্রম । এর উদ্দেশ্য হল জনগণের স্বাস্থ্যের মান বাড়ানো। ২০০২ সালে চীন সরকার ঘোষণা দেয়, জাতীয় অর্থনীতি ও সমাজ উন্নয়নের সঙ্গেগোটা চীনবাসীর শরীর চর্চারসমন্বয় কর্মসূচী বাস্তবায়নএবং ২০২০ সালে চীনের বৈশিষ্ট্যপূর্ণ, মানুষের শরীরচর্চা সংক্রান্তক্রীড়া সেবা ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে ।

    চীনের জাতীয় সাধারণ ক্রীড়া ব্যুরোর উপ মহা পরিচালক ফোং চিয়েনচুং এক সাক্ষাত্কারে বলেন, ১৯৯৫ সালে রাষ্ট্রীয় পরিষদ " জনসাধারণের শরীর চর্চা সম্পর্কিত কার্যক্রম" প্রকাশ করে চীনের জনসাধারণের ক্রীড়া দক্ষতারউন্নয়নে সার্বিক ব্যবস্থা নেয় । গত ৫ বছরে চীনের বিভিন্ন স্থানীয় গণ সরকার চীনের বৈশিষ্ট্যপূর্ণগণ মানুষের শরীরচর্চা সেবা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ব্যাপক কর্মকান্ড চালিয়েছে ।

    গত ৫ বছরে চীনের বিভিন্ন স্তরের গন সরকার ক্রীড়া লটারি টিকিট মুদ্রা ব্যবহার করে শহরের কমিউনিটিতে , গ্রামাঞ্চলের আবাসিক এলাকায়, ময়দানে এবং পার্কে শরীরচর্চার মাঠ বা বাস্কেটবল ও টেবিলটেনিস সহ নানা খেলাধুলার আয়োজন করেছে । ২০০২ সাল থেকে এ পর্যন্ত চীন সরকার বিভিন্ন অঞ্চলে জনসাধারণের শরীরচর্চা প্রকল্প নির্মাণে প্রায় ২০০ কোটি ইউয়ান বরাদ্দ করেছে ।

    ৫০ বছর বয়সী ফু সিংসিয়া পেইচিং শহরের পশ্চিম দিকের একটি কমিউনিটিতে বসবাস করেন । তিনি প্রতিদিন কমিউনিটির শরীরচর্চার মাঠে ব্যায়াম করেন । তিনি বলেন , কমিউনিটিতে খেলাধুলার ব্যবস্থা করার ফলে জনসাধারণের বিশেষ করে আমার মতো বয়স্ক মানুষদের সুবিধা হয়েছে । ছুটির সময় ছেলেমেয়েরাও বাস্কেটবল বা টেবিলটেনিস খেলতে আসে । এ ব্যাপারে আগের চাইতে এখন অনেক সুবিধা হয়েছে । আগে অনেকে পার্কে গিয়ে ব্যায়াম করতেন । এখন শরীরচর্চা করতে চাইলে বাড়ির কাছেই করতে পারেন ।

    গত ৫ বছরে চীনের বিভিন্ন স্তরের ক্রীড়া সংস্থা সবসময় জনসাধারণের শরীরচর্চাকে খুব গুরুত্ব দিয়ে আসছে । এখন চীনের শহরাঞ্চলের কমিউনিটিতে সকাল বা সন্ধ্যাবেলায় ব্যায়াম করার জায়গার সংখ্যা ২ লাখেরও বেশি ।

    চীনের বেশির ভাগ মানুষ গ্রামাঞ্চলে থাকেন । সুতরাং বিভিন্ন স্তরের গণ সরকার গ্রামাঞ্চলের শরীরচর্চা বা ক্রীড়ার ওপর খুব গুরুত্ব দেয় । গত ৫ বছরে গ্রামবাসী কমিটি , স্থানীয় গণ সরকার ও বুনিয়াদী কৃষক ক্রীড়া সমিতি সহ নানা সংস্থার পরিচালনায় গ্রামাঞ্চলের ক্রীড়াতত্পরতা উত্পাদন ও সাংস্কৃতিক তত্পরতার সমন্বয় ছাড়াও ঐতিহ্যবাহী উত্সব বা অবসর মৌসুমে ক্রীড়া তত্পরতা চালানো হয় ।

    চীনের জাতীয় সাধারণ ক্রীড়া ব্যুরোর উপমহাপরিচালক ফোং চিয়েনচুং বলেন, ২০০৬ সালে কুয়াংসি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলে আয়োজিত " দশ হাজার গ্রামের বাস্কেটবল প্রতিযোগিতায়" গোটা অঞ্চলের ১১ হাজারেরও বেশি গ্রামের দল অংশ নিয়েছে । ২০০৪ সালে নিংসিয়া হুই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের " বাস্কেটবল খেলা গ্রামে প্রবেশ" তত্পরতা চালানোরফলে এই অঞ্চলের শতভাগ গ্রামে নিজের ক্রীড়া বা ব্যায়ামের মাঠ পেয়েছে ।

    গত ৫ বছর ছিল চীনে সক্রিয়ভাবে পেইচিং অলিম্পিক গেমস প্রস্তুতিরপাঁচ বছর । প্রায় ১০ কোটি চীনা মানুষ ইয়াংসি নদী পার হওয়া, মহাপ্রাচীরে আরোহন করা , টেবিলটেনিস খেলা সহ নানা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ।

    এক পরিসংখ্যানে জানা গেছে , ২০০৬ সাল নাগাদ ৪১ শতাংশ চীনা মানুষ নিয়মিতভাবে ব্যায়াম করেন । উন্নয়নশীল দেশগুলোর মধ্যে এই সংখ্যা সবচেয়ে বেশি। চীনা মানুষের স্বাস্থ্যের মান গত ৫ বছর আগের চাইতে ৩.৪৩ শতাংশ বেড়েছে । শরীর চর্চা এখন চীনা মানুষের দৈনন্দিনজীবনযাত্রার একটি অংশে পরিণত হয়েছে ।