v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-08 21:16:27    
চীনে সাধারণ মানুষকে চিকিত্সার অগ্রাধিকার দেয়া হবে

cri

    গত কয়েক বছরে চীনে সাধারণ মানুষকে চিকিত্সায় অগ্রাধিকার দেয়া এবং জনসাধারণের স্বাস্থ্য রক্ষার মান উন্নত করার জন্য চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষার কার্যক্রম ক্রমাগত পূর্ণাঙ্গতা পাচ্ছে । নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থা অধিক থেকে অধিকতর জনপ্রিয় হয়ে উঠছে । শহরগুলোতে আবাসিক এলাকার চিকিত্সার সেবা দ্রুত প্রসার লাভ করছে এবং অধিবাসীদের চিকিত্সা বীমার কাজকর্ম স্থিতিশীলভাবে বিকাশ লাভ করেছে ।

মাদাম হোয়াং হাই সিয়া পূর্ব চীনের শাংহাই শহরের উপকন্ঠের একজন সাধারণ কৃষক । ক্রনিক রোগে আক্রান্ত হওয়ার কারণে ওষুধ খাওয়ার জন্য তাকে মাঝে মাঝেই হাসপাতালে যেতে হতো । চিকিত্সা ও ওষুধ নেয়ার জন্য যখন তিনি হাসপাতালে যেতেন , তখন তাকে অনেক বেশি সময় অপেক্ষা করতে হতো । এতে তিনি ক্লান্ত হয়ে যেতেন । কিছু দিন আগে শাংহাই শহরের উপকন্ঠের পাওসান অঞ্চলে অবস্থিত তাদের আবাসিক এলাকায় কৃষকদের সুবিধার জন্য চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষা সংক্রান্ত ব্যবস্থা চালু হয়েছে । ফলে তার এ দুশ্চিন্তা চলে গেছে ।

এ আবাসিক এলাকার সকল কৃষক পরিবারকে চিকিত্সা , স্বাস্থ্য পরীক্ষা , কৃষকদের কাছে চিকিত্সার বেশ কিছু খরচ ফেরত দেয়া , মহিলা ও শিশুদের স্বাস্থ্য পরিচর্যা , সংক্রামক ও ক্রনিক রোগ প্রতিরোধসহ বিবিধ চিকিত্সার অগ্রাধিকার দেয়া হচ্ছে । তিনি বলেন ,

আবাসিক এলাকার চিকিত্সকরা কৃষকদের আত্মীয় স্বজনের মতো । আগে কৃষকদের সঙ্গে তাদের বেশি দূরত্ব ছিল । এখন চিকিত্সকদের সঙ্গে কৃষকদের সম্পর্ক খুব ঘনিষ্ঠ হয়ে উঠেছে । রোগীদের সমস্যা হলে যথাসময়ে তা সমাধান করা যাচ্ছে । প্রতিটি কৃষক পরিবারে বেশ কিছু ওষুধপত্র দেয়ার ব্যবস্থা করা হচ্ছে । সুতরাং গত কয়েক বছর ধরে কৃষকরা মন থেকেই সরকারের যত্ন অনুভব করতে পারছেন ।

শাংহাই শহরের পাওসান অঞ্চলের এ আবাসিক এলাকায় নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থার ভিত্তিতে কৃষকদের চিকিত্সার এ অগ্রাধিকার দেয়া হয়েছে । এ ছাড়াও পাওসান অঞ্চলে কৃষকদের চিকিত্সার খরচ কমানো ও রোগীদের ত্রাণ দেয়ার ব্যবস্থাও চালু হয়েছে । প্রবীণ রোগীদের চিকিত্সার অর্ধেক খরচ কমানোর ব্যবস্থা চালু করা হচ্ছে । শাংহাই শহরের পাওসান অঞ্চলের স্বাস্থ্য ব্যুরোর পরিচালক লি শি হুয়া বলেছেন ,

চীন সরকার সকল সাধারণ মানুষকে চিকিত্সার অগ্রাধিকার দেয়ার কার্যক্রম প্রণয়ন করেছে । এ কার্যক্রম অনুযায়ী , শহর ও গ্রামাঞ্চলের অধিবাসীদের স্বাস্থ্য পরিচর্যার মান উন্নত হবে এবং সাধারণ মানুষ এ ব্যবস্থা থেকে সত্যি উপকৃত হবেন ।

বর্তমানে চীনে নতুন গ্রামীণসহযোগিতা চিকিত্সা ব্যবস্থার আওতাধীন জন সংখ্যা ৭২ কোটি হয়েছে । তাদের সংখ্যা চীনের গ্রামাঞ্চলের মোট লোকসংখ্যার ৮০ শতাংশেরও বেশি । চীনে নতুন গ্রামীণসহযোগিতা চিকিত্সা ব্যবস্থায় অংশ নেয়ার জন্য বছরে প্রত্যেক কৃষকের মাত্র ১০ ইউয়ান জমা দিতে হয় । চিকিত্সার বেশ কিছু খরচ তাদের কাছে ফেরত দেয়া হবে । এ প্রসঙ্গে চীনের স্বাস্থ্য মন্ত্রী ছেন চু বলেন ,

গত কয়েক বছরে স্বাস্থ্য খাতে চীন সরকারের ব্যয় বিপুলমাত্রায় বেড়ে গেছে । এ বড় অংকের ব্যয় প্রধানতঃ মধ্য ও পশ্চিম চীনের গ্রামাঞ্চলে ব্যবহৃত হচ্ছে । এ সব অঞ্চলে কৃষকদের চিকিত্সা ব্যয়ের ব্যাপারে কেন্দ্রীয় সরকার , স্থানীয় সরকার ও কৃষকরা আলাদা আলাদাভাবে ৪০ শতাংশ , ৪০ শতাংশ ও ২০ শতাংশ বহন করছে ।

নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থার ভিত্তিতে বিভিন্ন অঞ্চলের সরকার যার যার আর্থিক সামর্থ্য ও বাস্তবতা অনুযায়ী কৃষকদের চিকিত্সার চাপ কমানো সংক্রান্ত বহু অগ্রাধিকারভিত্তিক ব্যবস্থা নিয়েছে । হাসপাতাল নতুন চিকিত্সা সহযোগিতা ব্যবস্থাভোগীদের জন্য চিকিত্সার খরচ কিছুটা কমানোর ব্যবস্থাও নিয়েছে ।

(থান ইয়াও খাং)