v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-05 19:12:36    
চীনের সাংস্কৃতিক ক্ষেত্রে উন্মুক্তকরণ আরো সম্প্রসারিত হয়েছে

cri
    চীনের সাংস্কৃতিক বাজার উন্মুক্ত হওয়ার পর থেকে চীনের সাংস্কৃতিক ক্ষেত্রে আরো বেশি বেসরকারী পুঁজি ও বিদেশী পুঁজি প্রবেশ করেছে । ফলে চীনের সাংস্কৃতিক বাজার আরো দ্রুতভাবে বিকশিত হয়েছে ।

    আগস্ট মাসের শেষ দিক থেকে চীনের ১০টি শহরে যুক্তরাষ্ট্রের ব্রডওয়ে ঐতিহ্যবাহী গীতিনাট্য ' বিয়াল্লিশতম স্ট্রীট'-এর ভ্রাম্যমাণ অভিনয় শুরু হয় । এ গীতিনাট্যে বলা হয় , একজন অল্পবয়সী গায়িকা কেমন করে ব্রডওয়ে-এর একজন প্রসিদ্ধ তারকায় পরিণত হয়েছেন । ২০০৫ সালে একটি চীন-মার্কিন যৌথ পুঁজি বিনিয়োজিত শিল্প প্রতিষ্ঠানের উদ্যোগে চীনে পরিবেশনের জন্য এ গীতিনাট্য আমদানি করা হয় । এ কোম্পানির চেয়ারম্যান মিঃ ফ্রেঞ্জ ডন বলেন , চীনের সাংস্কৃতিক বাজারের ব্যাপক ভবিষ্যত্-সম্ভাবনা রয়েছে ।

    চীনে বহু নতুন নাট্যশালা নির্মিত হয়েছে । নিনপু , হোফেই ও ছুংছিংসহ বিভিন্ন অঞ্চলে বেশ কিছু আধুনিক মানের নাট্যশালা নির্মিত হয়েছে । কোম্পানির পরিকল্পনা অনুযায়ী , চীনের ১০টি শহরে ৩টি গীতিনাট্য পরিবেশন করা হবে । বিশ্বের অন্যান্য দেশের মতো চীনেও গীতিনাট্য জনপ্রিয় হয়ে উঠেছে , তা ব্যাপক দর্শকদের প্রশংসা পেয়েছে । গীতিনাট্যের মাধ্যমে দর্শকরা আকর্ষণ ও আনন্দ অনুভব করতে পারেন ।

    ২০০৫ সালে চীনে গীতিনাট্য পরিবেশন ও ব্যবস্থাপনা বিষয়ক নিয়মবিধি নতুন করে প্রণয়ন করা হয়েছে । এ নতুন নিয়মবিধি অনুযায়ী , চীনের সাংস্কৃতিক বাজারে প্রবেশের জন্য বিদেশী পুঁজিকে অনুমতি দেয়া হবে । গীতিনাট্য পরিবেশনের জন্য বিদেশী পুঁজি বিনিয়োগকারী ও চীনের পুঁজি বিনিয়োগকারীরা যৌথ সহযোগিতা চালাতে পারবে । চীনে গীতিনাট্য তৈরী সংক্রান্ত একটি যৌথ পুঁজি বিনিয়োজিত কোম্পানি গড়ে তোলার জন্য বর্তমানে ব্রিটেনের বিখ্যাত ক্যামেরোন ম্যাকিনটোশ কোম্পানি চীনের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে এ বিষয় নিয়ে আলোচনা করছে । ২০০৩ সালে এ কোম্পানির উদ্যোগে চীনে ক্যাট নামক বেশ কয়েকটি গীতিনাট্য পরিবেশিত হয়েছে । এ কোম্পানির চেয়ারম্যান মনে করেন , চীনে পুঁজি বিনিয়োগের পরিবেশ খুব উদার । এ ক্ষেত্রে চীন সরকার ব্যাপক সাহায্য করেছে ।

    গীতিনাট্যের বিষয় সম্প্রসারিত করতে তাঁকে উত্সাহ দেয়ার জন্য চীন সরকারকে তিনি খুব ধন্যবাদ জানান । চীনে গীতিনাট্য পরিবেশনের ফলে চীনের সংস্কৃতির সঙ্গে পাশ্চাত্যের সংস্কৃতির মেলবন্ধন হয়েছে । চীনে গীতিনাট্য পরিবেশন যেন বীজ রোপণের মতো । চীনে গীতিনাট্যকে জনপ্রিয় করে তোলা হবে ।

    চীনে বিদেশী চলচ্চিত্র , টেলিভিশন নাটক এবং চীন ও বিদেশের যৌথ উদ্যোগে পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের ভীষণ কদর পেয়েছে । সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারিত হওয়ার ফলে চীনাদের জীবনধারা আরো বৈচিত্র্যময় হয়ে উঠেছে । ২০০০ সাল থেকে সাংস্কৃতিক ক্ষেত্রে পুঁজি বিনিয়োগে বেসরকারী পুঁজিকে উত্সাহ ও সমর্থন করার দিক থেকে চীন সরকার বেশ কয়েকটি নীতি প্রণয়ন করেছে । চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিটির একজন কর্মকর্তা ছি ইয়ুন ফুং মনে করেন , সংস্কারের মধ্য দিয়ে চীনের সাংস্কৃতিক বাজারের অন্তর্নিহিত শক্তি পুরোপুরি সম্প্রসারিত হয়েছে ।

    আগে চীনের ঐতিহ্যবাহী সাস্কৃতিক কাঠামো রুদ্ধদ্বার অবস্থায় ছিল । তা বিভিন্ন ক্ষেত্রের বেসরকারী পুঁজির জন্য উন্মুক্ত ছিল না । তাতে করে সাংস্কৃতিক কার্যক্রমের উন্নয়ন ক্ষুন্ন হতো ।

    বর্তমানে চীনের সাংস্কৃতিক বাজার , অডিও-ভিডিও পণ্যদ্রব্য ও প্রকাশনার ক্ষেত্র উন্মুক্ত । চারুকলার ব্যাপারে একক পুঁজি বিনিয়োজিত শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য বিদেশী ব্যবসায়ীদেরও অনুমতি দেয়া হচ্ছে ।

    চীনের সংস্কৃতিক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন , চীনের বাজারে বিদেশী পুঁজির প্রবেশ চীনের জন্য সর্বাধুনিক ব্যবস্থাপনার ধারণা ও পদ্ধতিও বয়ে এনেছে । ফলে চীনের জনসাধারণের অবসর জীবনধারা আরো বৈচিত্র্যময় হয়ে উঠেছে ।

    (থান ইয়াও খাং)