চীনের মোট আয়তন কত?
রাজশাহী জেলার শ্রোতা ইসমাইল হোসেন তাঁর চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনে কি বাংলাদেশের মত হতি দেখা যায়? উত্তরে বলছি, চীনের ইয়ুন্নান প্রদেশের জগঙ্গলে হতি বাস বরে। হতি সহ অন্যান্য বন্য জানোয়ার সংরক্ষণের জন্য চীন সরকার সংশ্লিষ্ট বিশেষ নীতি প্রণয়ন করেছে। অবশ্যই চীনের বড় বড় শহরগুলোর চিরিয়াখানাগুলোতে হতি দেখা যায়।
ঢাকা জেলার শ্রোতা এইচ এম তারেক তাঁর চিঠিতে চীনের মন্চনাটক সম্বন্ধে জানতে চেয়েছেন। শ্রোতা বন্ধু, অতীতে চীনের নাগরিকরা মন্চনাটক দেখতে খুব পছন্দ করতেন। কিন্তু টেলিভিশন ক্রমাগত জনপ্রিয় করা হওয়ার পর থিয়্যাটারে মন্চনাটক দেখতে যাওয়ার লোকের সংখ্যা আস্তে আস্তে কমে গেছে। তবে, সাম্প্রতিক বছরগুলোতে চীনের মন্চনাটক আবার সরগরম হয়ে উঠেছে। অধিক থেকে অধিকতর মানুষ থিয়্যাটারে মন্চনাটক দেখতে যায়।
কুষ্টিয়া জেলার শ্রোতা বহুরুল ইসলাম তার চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনের মোট আয়তন কত? উত্তরে বলছি, চীনদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ, রাশিয়া ও ক্যানাডার পরই চীনের স্থান। চীনের স্থলভাগের মোট আয়তন ৯৬ লক্ষ বর্গ কিলোমিটার, অর্থাত ৩৭ লক্ষ ৭ হাজার বর্গমাইল।
কুষ্টিয়া জেলার শ্রোতা বহুরুল ইসলাম তার চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনের মোট আয়তন কত? উত্তরে বলছি, চীনদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ, রাশিয়া ও ক্যানাডার পরই চীনের স্থান। চীনের স্থলভাগের মোট আয়তন ৯৬ লক্ষ বর্গ কিলোমিটার, অর্থাত ৩৭ লক্ষ ৭ হাজার বর্গমাইল।
ঝিরাইগনঞ্জ জেলার শ্রোতা নিয়ামত হোসেন তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, চীনের কয়টি প্রদেশ আছে? উত্তরে বলছি, চীনে মোট ৩১টি প্রদেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চল আছে। তা ছাড়া, চারটি কেন্দ্রীয় সরকারের সরাসরি নেতৃত্বাধীন শহর আছে। তারা হল পেইচিং , সাংহাই, থিয়ানজি এবং ছংছিয়েন।
এতক্ষণ কয়েক জন শ্রোতার প্রশ্নের উত্তর দিয়েছি। শ্রোতা বন্ধুরা, চীনের কমিউনিষ্ট পাটির ১৭তম কংগ্রেস আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে কমিউনিস্ট পাটি সম্পর্কে কিছু জ্ঞান ব্যক্ত করেছেন।আজকের অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের স্থানীয় প্রতিনিধিদেরঅধিবেশন সম্পর্কে কিছু ব্যাখ্যা করবো। চীনের কমিউনিষ্ট পাটির বিভিন্ন প্রদেশ, শহর ও জেলায় স্থানীয় সংস্থা রয়েছে। স্থানীয় সংস্থার নেতৃস্থানীয় সংস্থা হচ্ছে চীনের কমিউনিষ্ট পাটির বিভিন্ন পর্যায়ের স্থানীয় প্রতিনিধিদের অধিবেশন এবং অধিবেশনের বিভিন্ন পর্যায়ের কমিটি। চীনের কমিউনিষ্ট পাটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি অধিবেশনের প্রতিনিধিগণ হচ্ছেন চীনের স্থানীয় কমিউনিষ্ট পাটির সদস্যদের মধ্য থেকে নির্বাচিত । চীনের কমিউনিষ্ট পাটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি অধিবেশন এবং বিভিন্ন পর্যায়ের কমিটি উচ্চতর পর্যায়ে পাটি সংস্থার পরিচালনা কার্যকর করার দায়িত্ব পালন করে এবং স্থানীয় এলাকার কাজে নেতৃত্ব দেয়।
|