v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-04 18:54:03    
গত ৫ বছরে চীনের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়ন

cri
    ২০০২ সালে চীনের কমিউনিস্ট পার্টির ষোড়শ কংগ্রেস শেষ হওয়ার পরবর্তী ৫ বছরে চীন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে লক্ষণীয় সাফল্য অর্জন করেছে । চীন সাফল্যের সঙ্গে স্বর্গীয় তরী -৬ নামে মানববাহী নভোযান উত্ক্ষেপণ করেছে , ছিংহাই-তিব্বত রেলপথ পুরোপুরি চালু করেছে এবং ইয়াংশি নদীর তিন গিরিখাত প্রকল্পের নির্মাণকাজও পুরোদমে চলছে ।

    ২০০৫ সালের ১৭ অক্টোবর চীনের স্বর্গীয় তরী-৬ নামে যে মানববাহী নভোযান উত্ক্ষেপণ করা হয়েছে , তা চীনাদের মনে গভীর রেখাপাত করেছে । চীনের দ্বিতীয় মানববাহী মহাকাশ অভিযান হিসেবে বহু দিনের আকাঙ্ক্ষিত মহাকাশ প্রদক্ষিণ সম্পন্ন হয়েছে । মহাকাশে মানুষের মাধ্যমে প্রথমবারের মতো চীনের বৈজ্ঞানিক পরীক্ষা চালানো সম্ভব হয়েছে এবং নভোযানে প্রথম বারের মতো পরিবেশ নিয়ন্ত্রণ ও জীবনের নিশ্চয়তা ব্যবস্থা চালু হয়েছে ।

    মানববাহী মহাকাশ অভিযান ছাড়াও গত ৫ বছরে চীনে ছিংহাই-তিব্বত রেলপথ , উত্তর চীনে দক্ষিণ চীনের পানি সরবরাহ এবং ইয়াংশি নদীর তিন গিরিখাত প্রকল্পের নির্মাণকাজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পও সম্পন্ন হয়েছে । এ থেকে বোঝা যায় যে , চীন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে । পরিসংখ্যান অনুযায়ী , গত ৫ বছরে চীন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে মোট ২০ হাজারেরও বেশি ক্ষেত্রেসাফল্য লাভ করেছে । এ সব বিষয়গুলোর মধ্যে জ্বালানী শক্তি এবং কৃষি ও পরিবেশ সুরক্ষাসহ বেশ কয়েকটি ক্ষেত্রও রয়েছে । ফলে চীনের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ক্ষমতা বিপুলমাত্রায় উন্নত হয়েছে । চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা স্যু হো পিং বলেছেন ,

    বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ক্ষমতার ক্ষেত্রে বিশ্বের সর্বাধুনিক মানের তুলনায় চীনের ব্যবধান আরো কমে যাচ্ছে । বেশ কয়েকটি ক্ষেত্রে চীনের ক্ষমতা বিশ্বের প্রথম সারিতে উঠে এসেছে । বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত দিক থেকে বিশ্বে চীনের উন্নয়নের প্রভাব দ্রুতভাবে বৃদ্ধি পেয়েছে । বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নতি আর্থ-সামাজিক ও দেশের নিরাপত্তার জন্য প্রবল ও নির্ভরযোগ্য নিশ্চয়তা প্রদান করেছে ।

    ২০০৫ সালে বার্ডফ্লু প্রকোপের বিস্তৃতি রোধ করার জন্য চীনের বিজ্ঞানীরা সাফল্যের সঙ্গে এইচ৫এন১ ও এইচ৫এন২ বার্ডফ্লু ভাইরাস প্রতিষেধক ওষুধ আবিষ্কার করেছেন । চীনের রাষ্ট্রীয় পশু রোগ চিকিত্সা কেন্দ্রের প্রধান ইয়্যু খাং চেং বলেন ,

    বিশ্বে হাঁস-মুর্গীর রোগ প্রতিরোধ করার ব্যাপারে প্রতিষেধক টিকা তৈরী করা একটি কঠিন সমস্যা । চীনে এইচ৫এন১ বার্ডফ্লু প্রতিষেধক ওষুধ তৈরীর ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে ।

    বর্তমানে এ দুই ধরনের প্রতিষেধক চীনে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এবং তা দক্ষিণ- পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে রফতানি হয়েছে ।

    জ্বালানী শক্তির ক্ষেত্রে চীনের বিজ্ঞানীরা তেলের অনুসন্ধান, কয়লার পরিবর্তে তরল জ্বালানী তৈরী বিষয়ক বিরাটাকারের পূর্ণাঙ্গ সরঞ্জাম এবং জলবিদ্যুত্ উত্পাদনকারী সরঞ্জামসহ জ্বালানীর ব্যবহার ও উন্নয়নের ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন । চীনে জ্বালানী শক্তির অভাব রয়েছে । সুতরাং চীনের বিজ্ঞানীরা বিদ্যুত্ চালিত মোটর গাড়ি আবিষ্কার করেছেন । চীনের থুংচি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ইয়্যু চু পিং বলেন ,

    চীন জ্বালানী ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে । চীনের বিজ্ঞানীরা হাইটেককে কাজে লাগিয়ে এ ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছেন ।

    গত ৫ বছরে চীন পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ প্রতিরোধ ও হ্রাসের ক্ষেত্রে পরিবেশের তত্ত্বাবধান ও জরীপ এবং বায়ু মন্ডলের দূষণ নিয়ন্ত্রণের সমস্যা নিষ্পত্তি করেছে এবং আবহাওয়া , ভূমিকম্প ও বন্যাসহ বিবিধ ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের তত্ত্বাবধান ও জরীপ এবং পূর্বাভাস ব্যবস্থা গড়ে তুলেছে । চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষার দিক থেকে চীন ক্যান্সার , এইডস ও সার্স প্রতিরোধের ব্যাপারে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন ।