v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-03 18:16:14    
দ্বাদশ বিশ্ব গ্রীষ্মকালীন বিশেষ অলিম্পিক চীনের শাংহাইতে শুরু

cri
     দ্বাদশ বিশ্ব গ্রীষ্মকালীন বিশেষ অলিম্পক প্রতিযোগিতা মংগলবার সন্ধ্যায় চীনের শাংহাই শহরে শুরু হয়েছে । চীনের প্রেসিডেন্ট হু চিন থাও এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে এ বিশেষ অলিম্পিকের উদ্বোধন করেন ।

    মানুষের হৃদ স্পন্দনের মতই ঢাকের উদাত্ত আওয়াজের মধ্যে এবারের বিশেষ অলিম্পক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় । একজন প্রতিবন্ধীর পরিচালনায় ৩ হাজার শিল্পী ঢাক বাজিয়ে " সম্মিলিত স্পন্দন" নামক একটি প্রারম্ভিক অনু্ষ্ঠান পরিবেশন করেন । এতে জীবনের প্রশংসার পাশাপাশি বিশেষ অলিম্পিকের মর্মবস্তু- সম্প্রীতি ও সংযমের কথা তুলে ধরা হয়েছে ।

    চীন ও অন্যান্য দেশের শিল্পীরা যৌথভাবে উদ্বোধনী অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন

।     বিশ্ববিখ্যাত সুরকার ও সংগীত পরিচালক থান তুন , প্রখ্যাত চেলো বাদক মা ইয়ৌ ইয়ৌ ও পিয়ানো বাদক লাং লাং এ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন । আইসল্যান্ডের প্রেসিডেন্ট ওলাফুর আর গ্রিমসোন ও ফিলিপাইনের প্রেসিডেন্ট গোরিয়া ম্যাকাপাগাল অ্যারোয়োসহ বিভিন্ন দেশের গণমান্য ব্যক্তিরা এবং শিল্পকলা ও ক্রীড়া জগতের বহু সংখ্যক তারকা এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

     বিশ্ব বিশেষ অলিম্পিক প্রতিযোগিতা হচ্ছে বুদ্ধিগত দিক থেকে প্রতিবন্ধীদের জন্যে আয়োজিত বিশ্বব্যাপী এক বহুমুখী ক্রীড়া প্রতিযোগিত।এটি পৃথিবীর প্রতিবন্ধীদের একটি ক্রীড়া উত্সব । বিশ্বের ১ শ' ষাটটিরও বেশি দেশ ও অঞ্চলের দশ হাজারেরও বেশি খেলোয়াড় ও কোর্চ এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন । দশদিনব্যাপী এ প্রতিযোগিতায় ২১টি প্রতিযোগিতামূলক বিভাগ ও ৪টি প্রদর্শনমূলক বিভাগ রাখা হয়েছে । বিশেষ অলিম্পিক প্রতিযোগিতা এই প্রথম একটি এশিয় দেশে এবং উন্নয়নশীল দেশে অনুষ্ঠিত হচ্ছে । চীন সরকার এবারের প্রতিযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে । চীনের প্রেসিডেন্ট হু চিন থাও এ প্রতিযোগিতার উদ্বোধন করেন । উদ্বোধনকালে তিনি বলেন ,

    আমি ষোষণা করছি , বিশ্ব গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতার উদ্বোধন হচ্ছে ।

    বর্তমানে পৃথিবীতে মোট ১৭ কোটি বুদ্ধির দিকে থেকে প্রতিবন্ধী রয়েছে । এটি বিশ্বের মোট লোকসংখ্যার ৩ শতাংশ । বিশেষ অলিম্পক তাদের ক্রীড়া প্রশিক্ষণ ও প্রতিদ্বন্দ্বিতায় যোগ দেয়ার সুযোগ দিয়ে থাকে , তাদের সম্ভাবনাময় শক্তি প্রসারিত করে থাকে এবং তাদের দক্ষতা বাড়াতে সাহায্য করে । বিশেষ অলিম্পিকে অংশ নেয়ার প্রক্রিয়ায় প্রতিবন্ধীরা অন্য খেলোয়াড় ও আপনজনদের সংগে একত্রে আনন্দ উপভোগ করতে পারেন এবং তাদের মৈত্রী বাড়াতে পারেন । এখন বিশ্বের বিশেষ অলিম্পিক খেলোয়াড়দের সংখ্যা ২২ লাখ ৫০ হাজারে দাঁড়িয়েছে । আন্তর্জাতিক বিশেষ অলিম্পিক কমিটির চেয়ারম্যান টিমোথি শ্রিভার বলেছেন ,

বিশেষ অলিম্পিককে সমর্থনকারী প্রতিটি লোক অবিচলতা , বিজয় ও মানব জাতিকে বিশ্বাস করেন । বিশেষ অলিম্পক অন্যদের জন্যে নয় , আমাদের সবার জন্যেই ।

     শাংহাই শহর ২০০২ সাল থেকে এবারের বিশেষ অলিম্পিকের জন্যে সার্বিক ও নিখুঁত প্রস্তুতি নিয়ে আসছে । এ সময়ের মধ্যে শাংহাই সারকার ৩৪টি স্টেডিয়ামের পুনর্নির্মাণ করেছে , শহরের বাধাহীন ব্যবস্থা সুসংহত করেছে এবং প্রায় ৪০ হাজার স্বেচ্ছাসেবককে নিয়োগ করেছে । গত দুদিন শাংহাইয়ের ১ হাজার ৮৭৭টি পরিবার প্রতিবন্ধী খেলোয়াড়দের অভ্যর্থনা জানানোর কর্মসূচীতে অংশ নিয়েছে । এসব শাংহাইবাসী প্রতিবন্ধী খেলোয়াড়দের নিজেদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন । তাদের বাড়িতে বিভিন্ন দেশের খেলোয়াড়রা চীনাদের শুভেচ্ছা, উতসাহ ও অতিথিপরায়ণতা অনুভব করেছেন এবং ক্রীড়া প্রতিযোগিতার বাইরে বিশেষ আনন্দ লাভ করেছেন । শাংহাইয়ের মেয়র হান চেং বলেছেন ,

    বারের বিশেষ অলিম্পিক প্রতিযোগিতার আয়োজন একটি গৌরবময় দায়িত্ব । আমাদের বিশ্বাস , এটি মানব জাতির মর্যাদা ও ভালোবাসা প্রদর্শনের একটি মহাসম্মিলনী হবে ।