v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-02 18:25:20    
চীনের সম্পত্তি অধিকার আইন চালু

cri
    ১ অক্টোবর চীনের জাতীয় দিবস উদযাপনের পাশাপাশি চীনের জনসাধারণের বহুল কাংক্ষিত " সম্পত্তি অধিকার আইন চালু হয়েছে । এ আইন হচ্ছে চীনের প্রথম আইন , যা বিস্তারিতভাবে ব্যক্তিগত সম্পত্তিকে সংরক্ষণ করেছে । এ আইন চীনের ১৩০ কোটি লোকের বাস্তব স্বার্থের সংগে জড়িত । ১৪ বছর আগে এ আইন প্রণয়নের কাজ শুরু হওয়ার পর দেশ শক্তিশালী ও জনগণের অবস্থা স্বচ্ছ হওয়ার প্রেক্ষাপটে সম্পত্তি অধিকার আইন চালু হয়েছে । এতে তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত সম্পত্তি অধিকার সংরক্ষণের ক্ষেত্রে চীনা সমাজের বিরাট পরিবর্তনের কথা তুলে ধরা হয়েছে ।

    সম্পত্তির সংগে সম্পর্ককে বিধিসম্মত করার একটি আইন হিসেবে সম্পত্তি অধিকার আইন সম্পত্তি দখল , প্রয়োগ , স্বার্থ আদায় এবং বন্দোবস্ত করার একটি মৌলিক নীতি ও নাগরিক অধিকার আইন প্রণয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে বিবেচিত হচ্ছে । ১৯৯৩ সালে চীনে সম্পত্তি অধিকার আইন প্রণয়নের কাজ শুরু হয় । এ আইনের উপর ৮বার আনুষ্ঠানিকভাবে আলোচনা অনুষ্ঠিতহয় এবং তা জনসাধারণের নিবিড় দৃষ্টি আকর্ষণ করে । এ আইন প্রণয়নের প্রক্রিয়ায় চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাং কোও এ আইনের গুরুত্বপূর্ণ তাত্পর্য তুলে ধরেছেন । তিনি বলেন ,

    মৌলিক সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় অটল থাকা , সমাজতান্ত্রিক বাজার অর্থনীতির উন্নয়ন , জনসাধারণের বাস্তব স্বার্থ সংরক্ষণ একং সমগ্র সমাজের সৃজনশীলতা উদ্দীপিত করার জন্যে সম্পত্তি অধিকার আইন প্রণয়ন করা এবং আইনগত দিক থেকে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক সম্পত্তি অধিকার ব্যবস্থাকে সুসংহত করার বিরাট তাতপর্য রয়েছে ।

    প্রায় ত্রিশ বছরের সংস্কার ও উন্মুক্তকরণের মধ্য দিয়ে চীনের অর্থনীতির দ্রুত উন্নতি হয়েছে এবং চীনের জনসাধারণ গভীরভাবে অনুভব করছেন যে , তাদের নিজেদের সম্পত্তি বাড়ছে । এ সম্পত্তির মধ্যে রয়েছে ব্যক্তিগত আমানত , নানা ধরণের শেয়ার , ঋণপত্র , ব্যক্তিগত গাড়ি ও বাড়িঘর । চীনা কমিউনিস্ট পার্টির অনুসৃত সংস্কার ও উন্মুক্ত নীতি চীনের অর্থনীতি ও সমাজে একটি অভূতপূর্ব পরিবর্তন এনে দিয়েছে এবং সম্পত্তি সৃষ্টি , সংরক্ষণ ও সঞ্চয়ের ক্ষেত্রে চীনাদের উত্সাহ-উদ্দীপনাকে উজ্জীবিত করেছে । এ অবস্থার প্রেক্ষাপটে ব্যক্তিগত সম্পত্তি সংরক্ষণ চীনের জনসাধারণের উদাত্ত আওয়াজে পরিণত হয়েছে । চীনের বিখ্যাত আইনজ্ঞ ও সমাজ বিজ্ঞান একাডেমীর আইন গবেষণাগারের প্রফেসর সুন সিয়ান চুং বলেন ,

    গত কয়েক যুগ ধরে চীনে সংস্কার ও উন্মুক্তকরণ অভিযান চলে আসছে । সকলে চীনা কমিউনিস্ট পার্টির নীতির প্রশংসায় পঞ্চমুখ । বস্তুতই এ নীতি হচ্ছে নিজেদের ফসল হিসেবে শ্রমজীবিদের মালিকানাকে স্বীকার করা ।

২০০২ সালে চীনা কমিউনিস্ট পার্টি তার জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবারের মত ব্যক্তিগত সম্পত্তি সংরক্ষণের আইনগত ব্যবস্থা সুসংহত করার প্রস্তাব উত্থাপন করে । ২০০৪ সালে নাগরিকদের বৈধ ব্যক্তিগত সম্পত্তি অলংঘনীয় - এ গুরুত্বপূর্ণ ধারা চীনের সংবিধানে লিপিবদ্ধ করা হয় । ২০০৭ সালে সুষমভাবে গণ-সম্পত্তি ও ব্যক্তিগত সম্পত্তি সংরক্ষণের লক্ষ্যে সম্পত্তি অধিকার আইন চালু হয় । সম্পত্তি অধিকার সংরক্ষণের ধারণার পরিবর্তন প্রসংগে চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান ওয়াং চাও কোও বলেছেন ,

    অর্থনৈতিক বিকাশ ও জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের সংগে সংগে চীনের নাগরিকদের ব্যক্তিগত সম্পত্তি ব্যাপক পর্যায়ে বেড়েই চলেছে । বিশেষ করে অধিক থেকে অধিকতর সংখ্যক নাগরিকই ব্যক্তিগত উত্পাদন উপকরণের অধিকারী হয়ে উঠেছেন । জনসাধারণের পক্ষে আইন দিয়ে নিজেদের সম্পত্তি সংরক্ষণ করা আরো জরুরী হয়ে পড়েছে ।

    চীনে সম্পত্তি গ্রহণ , সংরক্ষণ এবং সৃষ্টি করার সুষ্ঠু আবর্তন গড়ে উঠেছে । ব্যক্তিগত সম্পত্তি সংরক্ষণ সম্পর্কে চীনা সমাজের অভিন্ন উপলব্ধি হচ্ছে সম্পত্তি অধিকার আইন নিসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ , তবে তা মোটেই সর্বশেষ পদক্ষেপ নয় ।