v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-25 18:36:24    
চীনের কমিউনিষ্ট পার্টি বৈদেশিক যোগাযোগ বজায় রাখার প্রচেষ্টা চালাচ্ছে

cri
    ২৫ সেপ্টেম্বর চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের উদ্যোগে পেইচিংয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির উপবৈদেশিক যোগাযোগ মন্ত্রী চান চি চুন চীনের কমিউনিষ্ট পার্টির বৈদেশিক যোগাযোগের বিবরণ তুলে ধরাসহ সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন । তিনি বলেছেন , বিশ্বের বিভিন্ন দেশের       চার শ'টিরও বেশি রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে চীনের কমিউনিষ্ট পার্টির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে । এই সব সম্পর্ক বিভিন্ন দেশের জনগণের সঙ্গে চীনা জনগণের সমঝোতা ও বন্ধুত্বকে দৃঢ করেছে এবং রাষ্ট্র-রাষ্ট্র সম্পর্কেরপ্রসারে গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়েছে ।

    চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ মন্ত্রনালয় চীনের কমিউনিস্ট পার্টির বৈদেশিক বিনিময়ের দায়িত্ব বহন করে । ২৫ সেপ্টেম্বের প্রেস ব্রিফিংয়ে উপমন্ত্রী চান চি চুন বলেছেন , স্বাধীনতা ও স্বতন্ত্র , সমতা ও পরস্পরকে সম্মান প্রদর্শন এবং একে অপরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা হলো চীনের কমিউনিস্ট পার্টির বৈদেশিক বিনিময়ের চারটি মৌলিক নীতি । তিনি বলেছেন , বিশ্বের ১৬০টি দেশ ও অঞ্চলের চার শ'রও বেশি রাজনৈতিক পার্টি ও সংগঠনের সঙ্গে চীনের কমিউনিষ্ট পার্টির বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানের সম্পর্ক রয়েছে । এই সব সম্পর্ক পারস্পরকি সমঝোতা ও মৈত্রী বাড়াতে এবং রাষ্ট্রীয় সম্পর্কের সুষ্ঠু বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ।

    একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , গত পাঁচ বছরে বিদেশের প্রায় বারো শ'টি রাজনৈতিক পার্টির প্রতিনিধি দল চীন সফর করেছে , এর মধ্যে রয়েছে প্রায় দু' শ' প্রতিনিধি দলের নেতা সেই রাজনৈতিক দলের প্রধান নেতা। পাঁচ বছরে চীনের কমিউনিষ্ট পার্টির ছয় শ'রও বেশি প্রতিনিধি দল বিদেশ সফর করেছে । চীনের কমিউনিষ্ট পার্টি ও বিদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মৈত্রী আদান -প্রদান সম্পর্কে চান চি চুন বলেছেন , মৈত্রী সফরের সময় সাধারণতঃ দু' পক্ষনিজ নিজ পার্টি ও দেশের অবস্থা সম্পর্কিত বিবরণ দেয় , দুটি রাজনৈতিক দলের ও দুটি দেশের সম্পর্কের প্রসার সম্পর্কে মতবিনিময় করে ,অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করে এবং পার্টির গঠনকাজ ও দেশ শাসন ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় করে ।

    রাজনৈতিক দলগুলোর আদান-প্রদান সেদেশের বৈদেশিক আদান-প্রদানের একটি গুরুত্বপূর্ণ অংশ । রাজনৈতিক দলগুলোর বৈদেশিক যোগাযোগ পারস্পরিক সমঝোতা বাড়ানো এবং রাষ্ট্র-রাষ্ট্র সম্পর্কের প্রসারে বিশেষ ভূমিকা নিয়েছে । চান চি চুন বলেছেন , রাজনৈতিক দলগুলোর বিনিময় বহুলভাবে আলোচিত চীন -জাপান সম্পর্কের প্রসারে সক্রিয় ভূমিকা নিয়েছে । তিনি বলেছেন , গত কয়েক বছরে চীন -জাপান সম্পর্কের প্রসার প্রায় অচলাবস্থায় ছিল । তবে দুদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আদান-প্রদান কখনো বন্ধ হয় নি । এই আদান-প্রদান দুদেশের রাজনৈতিক আস্থা বাড়াতে , দুদেশের রাজনৈতিক প্রতিবন্ধকতা দূর করতে এবং দুদেশের সম্পর্কের উন্নয়নে সক্রিয় ভূমিকা নিয়েছে ।

    চীনের কমিউনিষ্ট পার্টি বিভিন্ন দেশের কমিউনিষ্ট পার্টিসহ বামপন্থী দলের সঙ্গে যোগাযোগ বজায় রাখার পাশাপাশি জাতীয়তাবাদী দল , গণতান্ত্রিক দল , সোসালিষ্ট পার্টি , লেবার পার্টি ও রক্ষণশীল পার্টিসহ মধ্যপন্থী ও দক্ষিণপন্থী দলের সঙ্গেও যোগাযোগ বজায় রাখার চেষ্টা করেছে । চীনের কমিউনিষ্ট পার্টি ক্ষমতাসীন পার্টির সঙ্গে যোগাযোগের পাশাপাশি ক্ষমতাবিহীন পার্টির সঙ্গেও যোগাযোগ করেছে । যে সব দেশের চীনের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক আছে , সে সব দেশের রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগের পাশাপাশি চীনের কমিউনিষ্ট পার্টি চীনের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক নেই এমন দেশের রাজনৈতিক দল ও নেতৃবৃন্দেরসঙ্গেও সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে । এ সব যোগাযোগ বিভিন্ন দেশের সঙ্গে চীনের স্থায়ী সম্পর্ক বজায় রাখা এবং বহির্বিশ্বকে জানতে সাহায্য করেছে ।