v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-24 19:14:08    
চীনের অর্থনীতি দ্রুত ও সুষ্ঠুউন্নয়নের পথে বিকশিত হচ্ছে

cri
    গত সপ্তায় চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত একটি রির্পোটে ২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্তচীনের আর্থ-সামাজিক উন্নয়নের কথা উল্লেখ করা হয়েছে । রির্পোটের উপাত্ত থেকে জানা যায় চীনের অর্থনীতি ধীরগতির উন্নয়নের ধারায় উন্নয়ন পদ্ধতির পরিবর্তন হচ্ছে । চীনের অর্থনীতি দ্রুত ও সুষ্ঠু উন্নয়নের পথ ধরে বিকশিত হচ্ছে।

    ২০০৩ সাল থেকে চীনের অর্থনীতির বার্ষিক বৃদ্ধি একটানা চার বছর ধরে ১০ শতাংশেরও বেশি । চীনের অর্থনীতির বার্ষিক বৃদ্ধিহার বিশ্বের গড়পড়তা বৃদ্ধিরের দ্বিগুণ । এ চার বছরে চীনের অর্থনীতি ধীরগতিতে বৃদ্ধি পেয়েছে । অনেকে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বিশ্ব অর্থনীতি উন্নয়নের ঐশ্বর্য বলে অভিহিত করেন ।

    ২০০৬ সালে চীনের জি ডি পি ২১ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে । এ সংখ্যা ২০০২ সালের জি ডি পির দ্বিগুণ । জি ডি পির ক্ষেত্রে বিশ্বে চীনের স্থান চতুর্থ । চীনের মাথাপিছু জি ডি পির পরিমান দু' হাজার মার্কিন ডলারের বেশি।

    পাঁচ বছরে চীনের অর্থনীতির কাঠামো আরো যুক্তিযুক্ত হয়েছে । চীনের অর্থনীতির দুর্বল অংশ জোরদার হচ্ছে , আঞ্চলিক এবং গ্রামাঞ্চল ও শহরাঞ্চলের সমন্বয় বেড়েছে । বিশেষ করে গ্রামাঞ্চলে কৃষিকে সমর্থন ও কৃষকদের সুবিধা দেয়ার ব্যবস্থাগুলোর কল্যাণে কৃষকরা উপকৃত হয়েছে । খাদ্যশস্যের উত্পাদন একটানা তিন বছর বৃদ্ধি পেয়েছে । এর পাশাপাশি চীন সরকার জ্বালানী সাশ্রয় ও দুষণ কমানোর অনেক ব্যবস্থাও নিয়েছে । গত বছর চীনের জ্বালানীর ক্ষয় প্রথমবার কমতে শুরু করেছে । গোটা সমাজ টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছে।

    আর্থিক আয়ের ক্ষেত্রেও সুফল পাওয়া গেছে । গত পাঁচ বছরে চীনের আর্থিক আয় ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর মুনাফা দ্রুত বাড়ছে । ফলে চীন সরকার পশ্চাদপদ অঞ্চল ও নিম্নআয়ের পরিবারগুলোকেআরো বেশি সুবিধা দিতে পেরেছে । নিম্ন আয়ের পরিবারের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে ।

    রির্পোটের উপাত্তগুলো প্রমান করেছে যে ২০০৩ সাল থেকে চীনের অর্থনীতি দ্রুত ও সুষ্ঠু উন্নয়নের পথ ধরে এগুচ্ছে । তবে একটানা কয়েক বছরের বৃদ্ধির পর চীনের অর্থনীতিতে আন্তর্জাতিক লেনদেনের ভারসাম্যহীনতা ও দ্রব্যমূল্য বৃদ্ধির সমস্যা দেখা দিয়েছে । অর্থনীতি উন্নয়নের অতিদ্রুত প্রসার ঠেকানোর জন্য জরুরী ব্যবস্থা নিতে হবে ।এ অবস্থার পরিপ্রেক্ষিতে চীন সরকার যথাসময়ই সামগ্রিকভাবে নিয়ন্ত্রনের ব্যবস্থা নিয়েছে । এ সব ব্যবস্থার মধ্যে রয়েছে ব্যাংকের রিজার্ভ ফান্ডের অনুপাত বাড়িয়ে দেয়া , আমানত ও ঋণের সুদের হার বাড়ানো ও বৈদেশিক বাণিজ্য নীতি সংশোধন । এ সব ব্যবস্থার সুফল ইতিমধ্যেই দেখা দিয়েছে । এ বছরের প্রথম ছ'মাসে বিনিয়োগ বৃদ্ধির স্থিরগতিতে বাড়ছে , রপ্তানি কমছে এবং আমদানি বাড়ছে । আগষ্ট মাসে বাণিজ্যিক উদ্বৃত্ত গত সাত মাসের চেয়ে অর্ধেক অর্থাত্৫০ শতাংশ কমেছে।

    চীনের অর্থনীতি যাতে দ্রুত ও সুষ্ঠু উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে , তার জন্য আরো অনেক সমস্যা ও দ্বন্দ্বের মীমাংসা করতে হবে । চীনের সামগ্রিক সামর্থ্য আগের চেয়ে লক্ষনীয়ভাবে বেড়েছে । কিন্তু চীন এখনো একটি উন্নয়নমুখী দেশ । উত্পাদন শক্তি ও সৃজনী শক্তির ক্ষেত্রে এখনও তার চাহিদা মেটানো কঠিন । শহর ও গ্রামাঞ্চলের উন্নয়নের ভারসাম্যহীনতা এবং অর্থনীতির উন্নয়নের সঙ্গে জ্বালানী সম্পদ ও পরিবেশের মধ্যে দ্বন্দ্ব এখন প্রকট ।

    বিশ্লেষকদের ধারণা , ত্রিশ বছরের উন্নয়নের পর চীনের প্রযুক্তিগত মান , পণ্যদ্রব্যের প্রতিদ্বন্দ্বিতার শক্তি ও শিল্পপ্রতিষ্ঠান পরিচালনার মান অনেক উন্নত হয়েছে । এটা চীনের অর্থনীতি উন্নয়নের জন্য মজবুত ভিত্তি স্থাপন করেছে । পরবর্তীকালে চীন যদি উন্নয়নের পদ্ধতি আরো যুক্তিযুক্ত করার প্রচেষ্টা করে , তাহলে চীনের অর্থনীতি অবশ্যই স্থায়ীভাবে দ্রুত বিকশিত হবে ।