v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-20 20:58:24    
চীনা মানুষ চীনের কমিউনিষ্ট পার্টির সপ্তদশ কংগ্রেসের প্রতীক্ষায়আছে

cri

    চীনের ক্ষমতাসীন চীনা কমিউনিষ্ট পার্টির সপ্তদশ কংগ্রেস আগামী অক্টোবর মাসে পেইচিংয়ে অনুষ্ঠিত হবে । এটি চীনের সংস্কার ও উন্নয়নের সন্ধিক্ষণে অনুষ্ঠিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কংগ্রেস । এই কংগ্রেস গোটা পার্টি ও গোটা দেশের বিভিন্ন জাতির জনগণকে চীনের বৈশিষ্ট্যপূর্ণ সমাজতান্ত্রিক নীতির নবতর পর্যায় উন্মোচন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাত্পর্যসম্পন্ন। তথ্যমাধ্যমসূত্রে জানা গেছে , চীনের সর্বস্তরের মানুষ পার্টির সপ্তদশ কংগ্রেসের প্রতীক্ষায় আছেন । সপ্তদশ কংগ্রেস চীনা জনসাধারণের জন্য আরও বেশি উপকার বয়ে আনবে বলে তারা আশা করেন ।

    মাদাম ছেন ফ্যান পেইচিং শহরের বাসিন্দা । তার আশা , পার্টির সপ্তদশ কংগ্রেস অনেক চীনা মানুষের অনুভূতির প্রতিনিধিত্ব করবে । পার্টিরসপ্তদশ কংগ্রেসে পার্টির প্রতিনিধিরা সাধারণ মানুষের জীবনযাত্রারসঙ্গে সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করবেন । যেমন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্রছাত্রীদের কর্মসংস্থান , বাড়ির দাম , সাধারণ মানুষদের চিকিত্সা ইত্যাদি ইত্যাদি । সাধারণ মানুষেরা আশা করছে যে, পার্টির কংগ্রেস থেকে আমরা সত্যিই উপকৃত হব ।

    বাড়ির উচ্চ দাম , স্কুলে ভর্তির সমস্যা এবং ব্যয়বহুল চিকিত্সা সাধারণ মানুষের বড় তিনটি সমস্যা । সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পর্যায়ের " চীনের সাপ্তাহিক অর্থনীতি" পত্রিকার একটি প্রবন্ধে বলা হয়েছে যে , বাড়ির দাম , শিক্ষা , চিকিত্সা সহ সাধারণ মানুষের জীবনযাত্রা সম্পর্কিত ধারাবাহিক গুরুত্বপূর্ণ সমস্যা সপ্তদশ কংগ্রেসে প্রকাশিতব্য কার্যক্রম ও কর্মপন্থার আওতায় সমাধান করা হবে ।

    চীনা কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয়কমিটির বিদ্যালয়ের প্রফেসর ছেন স্যুয়েওয়েই বলেছেন , কংগ্রেস চলাকালে আমাদের প্রতিনিধিরা বিশেষভাবে পরবর্তী ৮ বছর এমন কি ১৩ বছরের মধ্যে চীনের উন্নয়নের প্রধান বিষয় নিয়ে আলোচনা করবেন । পরবর্তীকালে সংস্কার ও উন্নয়নের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ ভালভাবে সম্পন্ন করতে হবে । গুরুত্বপূর্ণ কাজের মধ্যে প্রথমতঃ নতুন গ্রামের উন্নয়ন এবং দ্বিতীয়তঃ অর্থনীতি উন্নয়নের পদ্ধতির পরিবর্তন ।

    প্রফেসর ছেন বলেছেন , চীনা কমিউনিষ্ট পার্টির ষষ্ঠদশ কংগ্রেসের পর জনসাধারণের জীবনযাত্রা সম্পর্কিত নানা সমস্যা সমাধানের পদক্ষেপ ক্রমাগত জোরদার হচ্ছে । যেমন এ বছর গ্রামাঞ্চলের বাধ্যতামূলক শিক্ষার ব্যাপারে স্কুলফি সহ নানা ধরণের খরচ উঠে যাওয়ায় ১৫ কোটি গ্রামীন পরিবার উপকৃত হয়েছে । নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সার ব্যবস্থা চীনের ৮০ শতাংশ জেলা বা শহরে সম্প্রসারিত হয়েছে । যাতে সাধারণ মানুষ বাড়ি কিনতে পারে এ জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন জায়গায় গবেষনা করতে লোক পাঠিয়েছে ।

    প্রফেসর ছেন বলেন , চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক , প্রেসিডেন্ট হু চিনথাও সম্প্রতি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছিলেন যে , সার্বিকভাবে চীনের উন্নয়নের নতুন চাহিদা এবং জনসাধারণের নতুন আশা আকড়ে ধরতে হবে , মনোযোগের সঙ্গে রাষ্ট্র পরিচালনা ও রাজনীতি চালু করার বাস্তব অভিজ্ঞতার সার সংকলন করতে হবে , বৈজ্ঞানিকভাবে যুগের চাহিদা এবং জনগণের আশাআকাঙক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ কার্যক্রম ও নীতি প্রণয়ন করতে হবে , নতুন ঐতিহাসিক যুগপথ থেকে স্বচ্ছ সমাজ নির্মাণে জনগণকে পরিচালিত করে সমাজতান্ত্রিক আধুনিকায়ন তরান্বিত করতে হবে ।

    চীনের বিখ্যাত অর্থনীতিবিদ ই সিয়েনরোং বলেন , অর্থনীতিবিদ হিসেবে তিনি আশা করেন যে , পার্টির সপ্তদশ কংগ্রেস শেয়ার বাজার সহ নানা বাজারকে শৃঙখলায় আনবে । যাতে সাধারণ মানুষরা আরও বেশি উপকৃত হয় । মিঃ ই সিয়েনরোং বলেন , স্থাবরসম্পত্তি এবং শেয়ার বাজারের সমস্যা ষষ্ঠদশ কংগ্রেসের পরের দুটো বড় সমস্যা ছিল । এই ভিত্তিতে সপ্তদশ কংগ্রেস যদি সুষ্ঠুভাবে এর পুনর্বিন্যাস করতে পারে তাহলেই কেবল অর্থনীতির টেকসই উন্নয়ন সম্ভব হবে । --চুং শাওলি