v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-19 20:59:41    
চীনের স্থলভাগের মোট আয়তন ৯৬ লক্ষ বর্গ কিলোমিটার

cri

  বাংলাদেশের গোপালগঞ্জ জেলার শ্রোতা মিস সুক্তা খানম তাঁর চিঠিতে জানতে চেয়েছেন , চীনের প্রতি বর্গ কিলোমিটায় কত লোক বসবাস করে? চীনের মূল ভূভাগের লোক সংখ্যা ১৩০ কোটি। কিন্তু চীন একটি বিশাল দেশ। চীনদেশ পৃথিবীর তৃতীয় বৃহতম দেশ। রাশি ও ক্যানাডার পরই চীনের স্থান। চীনের স্থলভাগের মোট আয়তন ৯৬ লক্ষ বর্গ কিলোমিটার। তবে চীনের বিভিন্ন অঞ্চলে লোক সংখ্যার ঘণতাও ভিন্ন। চীনের পূবার্ঞ্চলে লোকসংখ্যা বেশী। অথার্ত চীনের উপকূলীয় অঞ্চল বিশেষ করে অথর্নীতিতে অপেক্ষাকৃত উন্নত অঞ্চলগুলোতে লোকসংখ্যা বেশী। চীনের পশ্চিমাঞ্চল যেমন, শিংচিয়াং হুই স্বায়ত্তশাসিত অঞ্চল, অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল, তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল এবং ছিংহাই প্রদেশে লোকসংখ্যা কম । উল্লেখিত তিনটি স্বায়ত্তশাসিত অঞ্চল আর এক প্রদেশ মিলে চীনের মোট আয়তনের অর্ধেতের কাছাকাছি। কিন্তু লোকসংখ্যা মাত্র চীনের মোট লোকসংখ্যার শতকরা ৪ ভাগ।বাকী ২৮টি প্রদেশের লোকসংখ্যা মোট লোকসংখ্যার শতকরা ৯৬ ভাগ। চীনের চিয়াংসু প্রদেশ, জেচিয়াং প্রদেশ , সানডং প্রদেশ এবং তাইওয়ান প্রদেশে লোকসংখ্যা সবচেয়ে বেশী।

  গোপালগঞ্জ জেলার শ্রোতা মিসেস মনোয়ারা বেগম তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, চীন তার প্রতিরক্ষা বাজেট ২০০৬—২০০৭ শতকরা কত শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে? উত্তরে বলছি, সংশ্লিষ্ট এক তথ্য অনুযায়ী, চলতি বছর চীনের প্রতিরক্ষা বাজেট হল চীনের মোট বাজেটের ১১.৭ শতাংশ। ২০০৬ সালে চীনের প্রতিরক্ষা বাজেট ছিল ৯.৭ শতাংশ । চলতি মাসের মার্চ মাসে অনুষ্ঠিত চীনের জাতীয় গণ কংগ্রেসে চীনের অথর্মনন্ত্রী চিন রেন ছিন দাখিল-করা রিপোটে বলেছেন, চলতি বছর চীনের প্রতিরক্ষা বাজেট চীনের মোট ডি ডি পির শতকরা ১১.৭ ভাগ। এখানে বিশেষভাবে উল্লেক করতে হবে যে, মার্কিন যুক্তরাষ্ট্র সহ কয়েকটি পশ্চাত্য দেশের তুলনায় চীনের প্রতিরক্ষা বাজেট মোটেই বেশী নয়। চীন সরকার বার বার ব্যক্ত করেছে যে, চীনের প্রতিরক্ষা প্রতিরক্ষামূলক। চীন কোন দিন অন্যন্য দেশের প্রতি হুঁমকি সৃষ্টি করবে না।চীনের অন্যান্য দেশের প্রতি হুঁমকি করার ইচ্ছাও নেই। চীনের উপর পশ্চাত্য দেশগুলোর আরোপিত ' চীনের হুঁমকি' একেবারে ভিত্তিহীন এবং ন্যায়সঙ্গত নয়। সুতরাং চীনের সামারিক ক্ষেত্রে যে বাজেট নির্ধারন করা হয়েছে তা অত্যন্ত সীমিত।

  কিশোরগন্ঞ্জ জেলার শ্রোতা মো: মোজাম্মেল হোসেন রাজা তাঁর চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনে কতগুলি বিখ্যাত নাটক? চীনদের লোকেরা কি কি ধরনের নাটক দেখতে ভালবাসে? শ্রোতা বন্ধু আপনার এ দু'টো প্রশ্নের উত্তর দেওয়া সত্যিই একটু কঠিন। চীন তো একটি বিশাল দেশ। অজস্র সংস্কৃতি দল আছে। বিভিন্ন প্রদেশ ও শহরের সংস্কৃতি দল নাটক পরিবেশন করে। সুতরাং চীনে কতগুলি বিখ্যাত নাটক আছে তা বলা মশকিল। সত্যি কথা বলতে কি, আজকাল অনেক চীনা লোক বিশেষ করে তরুণতরুণীরা নাটক দেখতে পছন্দ করে না। তারা টিভিতে পরিবেশিত ধারাবাহিক টিভি নাটক দেখতে পছন্দ করে। অবশ্যই এখন আস্তে আস্তে অধিক থেকে অধিকতর বেশী লোক সিয়াটারে নাটক দেখা যাচ্ছে। এখন নাটক ক্রমেই জনতার মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।