v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-19 20:49:59    
দারফুর সমস্যায় চীন আরও অব্যাহতভাবে ভূমিকা পালন করবে

cri

  চীনের দারফুর সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধি লিউ কুইচিন সম্প্রতি পেইচিংয়ে বলেছেন , কিছু দিন আগে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘে সফরের সময় দারফুর সমস্যা নিয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে তিনি যোগাযোগ করেছেন । তিনি জোর দিয়ে বলেন , চীন সরকার দারফুর সমস্যায় অব্যাহতভাবে গঠনমূলক ভূমিকা পালন করবে । একই দিন চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ঘোষণা করেন , চীনের উচ্চ পদস্থ কূটনৈতিক কর্মকর্তারা নিউইয়র্কে অনুষ্ঠিতব্য দারফুর সমস্যা সম্পর্কিত দ্বিতীয় শীর্ষ সম্মেলনে অংশ নেবেন ।

  ৪ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত লিউ কুইচিন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘে ৭দিনব্যাপী ফলপ্রসূ সফর করেছেন । সফরের সময়লিউ কুইচিন মার্কিনসরকার , মার্কিন কংগ্রেসের সংশ্লিষ্ট কর্মকর্তা , জাতিসংঘের কর্মকর্তা এবং এন-জিওর সঙ্গে দারফুর সমস্যার সমাধান সম্পর্কে মত বিনিময় করেছেন । তিনি বলেন , এবারের সফর চীন ও সংশ্লিষ্ট পক্ষের মধ্যেকার সমঝোতাকে জোরদার করেছে । তিনি বলেন, সফরকালে মার্কিন সরকারের সঙ্গে মতৈক্য বেড়েছে , মার্কিন কংগ্রেসের সঙ্গে পারস্পরিক সমঝোতা জোরদার হয়েছে , যুক্তরাষ্ট্রের এন-জিও ও তথ্যমাধ্যমের সঙ্গে কিছু মতভেদ দূর হয়েছে । জাতিসংঘ সহ বিভিন্ন পক্ষ দারফুর সমস্যার ব্যাপারে চীনের ইতিবাচক ও গঠনমূলক ভূমিকার উচ্চ প্রশংসাকরেছে ।

  আলোচনার মাধ্যমে দারফুরে শান্তি , স্থিতিশীলতা এবং আর্থিক পুনর্গঠন বাস্তবায়ন করা চীন সরকারের দারফুর সমস্যা সমাধানের মূল উদ্দেশ্য । এ জন্য চীন সরকার ধারাবাহিক ব্যবস্থা নিয়েছে । যাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংলাপ করতে সুদান সরকারকে সাহায্য করা যায় ।

  জানা গেছে , এবছরে চীন সরকার দারফুরে ৮ কোটি রেনমিনপি মূল্যের সামগ্রী সাহায্য দিয়েছে । সেখানে মোতায়েন আফ্রিকা ইউনিয়নের শান্তিরক্ষী দলকে চীন ১৮ লাখ মার্কিন ডলার দিয়েছে । গত ৩১ জুলাই জাতিসংঘে ১৭৬৯ নম্বর সিদ্ধান্তগৃহীত হয় । সিদ্ধান্ত অনুযায়ী দারফুরে জাতিসংঘ ও আফ্রিকার যৌথ শান্তিরক্ষীবাহিনী পাঠানো হবে । সেখানে জাতিসংঘ ও আফ্রিকার যৌথ শান্তিরক্ষীবাহিনীর কার্যক্রমের প্রস্তুতির জন্য জাতিসংঘের আমন্ত্রণে চীন দারফুরে ৩১৫জনের একটি শান্তিরক্ষী প্রকৌশলী দল পাঠাবে ।

  ১৮ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত লিউ কুইচিন আরও বলেন , চীন জাতিসংঘ ও আফ্রিকা ইউনিয়নের যৌথ শান্তিরক্ষীবাহিনীর কার্যক্রমেআরও বড় অবদান রাখবে । তিনি বলেন, চীন ইতোমধ্যে স্পষ্টভাষায় জাতিসংঘকে জানিয়েছে যে , আমরা সামরিক পর্যবেক্ষক বা যোগাযোগকারী অফিসার পাঠাতে চাই ।

  রাষ্ট্রদূত লিউ এও জানিয়েছেন , দক্ষিণ দারফুরে চীনের সাহায্যে নির্মিত পানি প্রকল্প সবেমাত্র শেষ হয়েছে । এই প্রকল্পের নির্মাণে দক্ষিণ দারফুরে পানির অভাব দূর হবে । এটা যৌথ শান্তিরক্ষীবাহিনীর শান্তিরক্ষা কার্যক্রমে সরবরাহ যুগিয়েছে । রাষ্ট্রদূত মনে করেন যে , দারফুর সমস্যার সমাধান আন্তর্জাতিক সম্প্রদায় এবং সুদান সরকারের সুষম সংলাপ ও পরামর্শের ওপর নির্ভরশীল । সফরকালে তিনি যুক্তরাষ্ট্র , বৃটেন এবং ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন । তারা সবাই মনে করেন যে , বলপ্রয়োগে সমস্যার সমাধান হবে না । তিনি বলেন , সবাই মনে করেন , দ্বৈতকৌশল অবলম্বন করতে হবে অর্থাত শান্তিরক্ষার পাশাপাশি রাজনৈতিক প্রক্রিয়ার ওপর সমানভাবে গুরুত্ব দিতে হবে । অন্য দিকে একটি কার্যকর ব্যবস্থাঅর্থাত আফ্রিকা ইউনিয়ন , জাতিসংঘ ও সুদান সরকারের যৌথ আলোচনার ব্যাপারে অটল থাকতে হবে ।

  দারফুর সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টায় অংশ নেয়ার ব্যাপারে চীন সরকার আরও ব্যবস্থা নিয়েছে ।১৮ সেপ্টেম্বর চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু বলেছেন , চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী চাই জুন ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য দারফুর সমস্যা সম্পর্কিত দ্বিতীয় আলোচনা সভায় অংশ নেবেন । চীন বরাবরই এই নীতিতে অটল রয়েছে যে , সুদানের সার্বভৌমত্ব ও ভূভাগীয় অখন্ডতার প্রতিসম্মান দেখাতে হবে , সুষম আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে দারফুর সমস্যা সমাধান করতে হবে , আফ্রিকা ইউনিয়ন , জাতিসংঘ এবং সুদান সরকারকে দিয়ে পরিপূর্ণভূমিকা পালন করাতে হবে , সুষ্ঠুভাবে শান্তিরক্ষারকার্যক্রম ও রাজনৈতিক প্রক্রিয়াত্বরান্বিত করে সুদানের স্থিতিশীলতা এবং পুনর্গঠনেসাহায্য করতে হবে ।--চুং শাওলি