v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-18 21:31:20    
চীনের আবহাওয়া পূর্বাভাষ দেওয়ার মান বেড়ে যাচ্ছে

cri

    ১৮ সেপ্টেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কিত এক সভা থেকে জানা গেছে , বিগত কয়েক বছর ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া সম্পর্কে চীনের সার্বিকতত্ত্বাবধান ও পূর্বাভাস দেয়ার মান ক্রমাগত বাড়ছে । দুযোগ প্রতিরোধ ও বিমোচনের ব্যাপারে আবহাওয়া সংস্থা দিন দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । এর পাশাপাশি দুর্যোগ প্রতিরোধ ও বিমোচনের ক্ষেত্রে চীন আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করছে এবং সক্রিয়ভাবে উন্নয়নশীল দেশগুলোকে এব্রাপারেপ্রকৌশলগত সাহায্য দিচ্ছে ।

    চীন দেশে আবহাওয়ার দুর্যোগ দেকা দেয় । এসব দুর্যোগ নানা ধরণের এবং আকারে বড় । এ বছরে চীনে অনেকবার টাইফুন, ঝড়বৃষ্টি সহ আবহাওয়ার নানা দুর্যোগ ঘটেছে । ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত চীনের আবহাওয়া প্রতিরোধ ও বিমোচন সম্মেলনে চীনের উপপ্রধানমন্ত্রী হুই লিয়াংইয়ু বলেছেন , বিগত কয়েক বছরে আবহাওয়ার পূর্বাভাসে চীনের আবহাওয়া সংস্থা অনেক কাজ করেছে এবং দুর্যোগ প্রতিরোধ ও বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । তিনি বলেছেন , দুর্যোগ প্রতিরোধ ও বিমোচন নীতি প্রণয়নের উপদেষ্টা এবং গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে চীনের আবহাওয়া সংস্থা সবসময় আবহাওয়ার পরিসেবা কাজকে পুরোভাগে রেখে গণ পরিসেবামূলক ব্যবস্থা , পূর্বাভাসব্যবস্থা এবং তত্ত্বাবধান ব্যবস্থার নির্মাণকাজ জোরদার করেছে । যথাসময় দুর্যোগেরপূর্বাভাসদিয়েছে এবং দুর্যোগ প্রতিরোধ ও বিমোচনের প্রস্তাব পেশ করেছে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে

    চীনের আবহাওয়া ব্যুরোর প্রধান চেন কোকুয়াং সম্মেলনে বলেছেন , বর্তমানে চীনে স্থল,আকাশ এবং উপগ্রহ সমন্বয়ের একটি আবহাওয়া তত্ত্বাবধান ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে । প্রতি১৫ মিনিটে উপগ্রহের মাধ্যমে দেশব্যাপীআবহাওয়া সম্পর্কিত একটি আলোকচিত্র পাওয়া যায় । তিনি বলেন , গত ২০ বছরের পরিসংখ্যান থেকে জানা গেছে , চীনের আবহাওয়া দুর্যোগ প্রতিরোধেরদক্ষতা ও প্রকৌশল মান উন্নত হয়েছে বলে চীনের লাভও অনেক বেড়েছে । এ সম্পর্কে মিঃ চেন কোকুয়াং বলেছেন , এখন ৮৩শতাংশ নাগরিক আবহাওয়ার পরিসেবা এবং দুর্যোগ প্রতিরোধ ও বিমোচনের তথ্য সম্পর্কে সন্তুষ্ট । বৈজ্ঞানিকভাবে দুর্যোগ প্রতিরোধ করার ফলে জিডিপি বৃদ্ধিতে আবহাওয়া থেকে সৃষ্ট ক্ষতির অনুপাত ধাপেধাপে আগের ৩ শতাংশ থেকে বর্তমানের ১ থেকে ৩ শতাংশে নেমেছে ।

    জানা গেছে , চীনের আবহাওয়া ব্যুরো রেল মন্ত্রণালয় , যোগাযোগ মন্ত্রণালয় , পানি সম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় বন ব্যুরো সহ বেশ কয়েকটি বিভাগের সঙ্গে ভূতাত্তিক ও আবহাওয়া দুর্যোগ , যোগাযোগের নিরাপত্তা, প্রবল উত্তাপজনিত পীড়া , কৃষি ও বন সম্পর্কিত কীটপতঙ্গ, বন ও তৃণভূমির অগ্নিকান্ড সহ নানা বিষয়ে যৌথ পূর্বাভাস ব্যবস্থা গড়ে তুলেছে । তথ্য শিল্প , বেতার , চলচ্চিত্র ও টেলিভিশন সহ কয়েকটি বিভাগের সঙ্গে সহযোগিতা করে যৌথভাবে আবহাওয়ার পূর্বাভাস দেয়া হচ্ছে। এ বছরের জানুয়ারী থেকে আগষ্ট মাস পর্যন্ত চীনের আবহাওয়া সংস্থা বিনাখরচে দুর্যোগ প্রতিরোধে১২০ কোটি গণ সচেতনতামূলক তথ্য প্রচার করেছে । এখনও চীনের আবহাওয়ার পূর্বাভাসের মাধ্যমে দুর্যোগ প্রতিরোধে কিছু সমস্যাও রয়েছে বলে মিঃ চেন কোকুয়াং স্বীকার করেন । তিনি বলেছেন, গোটা পৃথিবীর আবহাওয়া গরম হওয়ার পটভূমিতে আবহাওয়ার পূর্বাভাসের মাধ্যমে দুর্যোগ প্রতিরোধেআন্তর্জাতিক সহযোগিতা দরকার । তিনি বলেছেন , আমরা দুর্যোগ প্রতিরোধ ও বিমোচনে সংশ্লিষ্ট সংস্থা , আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা , বিভিন্ন দেশের সরকার এবং এন-জিওর সঙ্গে আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা করব । প্রধানত আবহাওয়ার পূর্বাভাসের মাধ্যমে এশিয় ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের দুর্যোগ প্রতিরোধ, পরিবেশ তত্ত্বাবধান এবং ডেটা বিনিময়ে সহযোগিতা করব ।

    জানা গেছে , "চীনের আবহাওয়ার পূর্বাভাষের মাধ্যমে দুর্যোগ প্রতিরোধ সম্পর্কিত কার্যক্রম" এ বছরের শেষ দিকে প্রকাশিত হবে । কার্যক্রম অনুযায়ী ২০২০ সালে টাইফুন ও ঝড়বৃষ্টির পূর্বাভাসের নির্ভুল-হার বর্তমানের তুলনায় ৫-১০ শতাংশ বাড়বে । আবহাওয়ার দুর্যোগ থেকে অর্থনৈতিক ক্ষতি বর্তমানের চেয়ে এক-চতুর্থাংশ কমবে । --চুং শাওলি