v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-14 18:20:58    
আগামী বছর চীন ও আসিয়ানের বাণিজ্য মূল্য দু শ' বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে

cri
    ১৪ সেপ্টেম্বর চীনের উপবাণিজ্য মন্ত্রী কাও হু ছেন পেইচিংয়ে বলেছেন , আগামী বছর চীন ও আসিয়ানের মধ্যে বাণিজ্যের পরিমান খুব সম্ভব দু শ' বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে এবং দু' বছর আগে দু' পক্ষের এ বাণিজ্য লক্ষ্য বাস্তবায়িত করবে । তিনি আরো বলেছেন , চীন আসিয়ানের দেশগুলোর কাছে চীনের অভ্যন্তরীণ বাজার আরো উন্মুক্ত করবে এবং আসিয়ান দেশগুলো থেকে আমদানি পণ্যের কর কমিয়ে দেবে ।

    সাম্প্রতিক বছরগুলোতে চীন ও আসিয়ানের অবাধ বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নের জন্য দু' পক্ষের মধ্যে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ক্রমেই বাড়ছে । বাণিজ্য , বিনিয়োগ ও শ্রমশক্তি রপ্তানি ক্ষেত্রে সাফল্য অর্জিত হয়েছে । বিশেষ করে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমান লক্ষণীয়ভাবেবেড়েছে । ১৪ সেপ্টেম্বর চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের একটি প্রেস ব্রিফিংয়ে চীনের উপবাণিজ্য মন্ত্রী কাও হু ছেন আগামী বছর চীন ও আসিয়ানের বাণিজ্য মূল্য নির্ধারিত সময়ের দু' বছর আগে দু শ' বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন । তিনি আরো বলেছেন , বর্তমানে চীন ও আসিয়ান পরস্পরের চতুর্থ বাণিজ্যিক অংশীদারী দেশ । উন্নয়নের বর্তমান প্রবণতা অসুসারে এ বছর চীন ও আসিয়ানের বাণিজ্য মূল্য ১৯০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছবে , আগামী বছর এ পরিমান দু শ' বিলিয়ন ছাড়িয়ে যাবে । এ ভাবে ২০১০ সালে বাণিজ্য মূল্য দু শ' বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য দু' বছর আগে হাসিল হবে ।

    জানা গেছে , চীন প্রধানতঃ আসিয়ান দেশগুলোতে জাহাজ , জামা -কাপড় , মাটির পাত্র ও শাকসব্জি রপ্তানি করে এবং পিতলের জিনিস , রাবার পণ্য ও ফলমূল আমদানি করে । ২০০৫ সালে চীন ও আসিয়ানের মধ্যেঅবাধ বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা সংক্রান্ত বাণিজ্যিক চুক্তি কার্যকর শুরু হয় । তখন থেকে দু' পক্ষের কয়েক হাজার পণ্যের আমদানি কর কমানো হয়েছে । বর্তমানে চীনে আসিয়ান দেশগুলো থেকে আমদানিকৃত পণ্যের কর ৫.৮ শতাংশ , এটা আগের চেয়ে ৪০ শতাংশ কম । চীনে আসিয়ান দেশগুলো থেকে আমদানিকৃত পণ্যের করও কমেছে । এ সব ব্যবস্থা দু পক্ষের বাণিজ্য প্রসারে অনুকূল সুযোগ সৃষ্টি করেছে । ২০১০ সালে আসিয়ান দেশগুলোর সাত হাজারেরও বেশি পণ্য চীনে রপ্তানির সময় শুল্কমুক্ত সুবিধা পাবে । এ সুবিধা পাওয়া পণ্যের সংখ্যা মোট রপ্তানি পণ্যের ৯৩ শতাংশ হবে ।

    কাও হু ছেন আরো বলেছেন , দু' মাস আগে চীন ও আসিয়ান দেশগুলোর পরিসেবা বাণিজ্য চুক্তি কার্যকর শুরু হয় । এ চুক্তি অনুসারে দু'পক্ষ পরিসেবা বাণিজ্য ক্ষেত্রের বাজার আরো উন্মুক্ত হবে। তিনি বলেছেন , ডাব্লিউ টি ওতে অংশ নেয়ার সময় দেয়া প্রতিশ্রুতির ভিত্তিতে চীন আসিয়ান দেশগুলোকে গৃহ নির্মাণ , পরিবেশ সংরক্ষণ , পরিবহন , ক্রীড়া ও ব্যবসা ক্ষেত্রের ২৬টি শিল্পের বাজার উন্মুক্ত করবে । আসিয়ানের দশটি দেশ আর্থিক লেনদেন , চিকিত্সা , পর্যটন ও পরিবহনসহ বারোটি ক্ষেত্রের ৬৭টি শিল্পের বাজার চীনের কাছে উন্মুক্ত করবে ।

    চীনের কুয়াং সি চুয়াং স্বায়তশাসিত অঞ্চলের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন যে , কিছু দিন পর অনুষ্ঠিতব্য চতুর্থ চীন- আসিয়ান মেলার প্রস্তুতি কাজ এখন চলছে । জানা গেছে , চতুর্থ চীন -আসিয়ান মেলা অক্টোবর মাসের শেষ দিকে কুয়াংসি স্বায়তশাসিত অঞ্চলের রাজধানী নাননিন শহরে অনুষ্ঠিত হবে । মেলায় অংশগ্রহণকারী আসিয়ান দেশগুলোর শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা এক হাজারের বেশি হবে । চীনের দেড় হাজার শিল্পপ্রতিষ্ঠান এ মেলায় অংশ নেবে ।

    কুয়াংসি চুয়াং স্বায়তশাসিত অঞ্চলের উপপ্রধান লি চিং চাও বলেছেন , চতুর্থ চীন -আসিয়ান মেলার প্রতিপাদ্য হবে বন্দর সহযোগিতা। এ মেলায় চীন আসিয়ানের বন্দর উন্নয়ন ও সহযোগিতা ফোরাম অনুষ্ঠিত হবে , আসিয়ানের দশটি দেশের যানবাহন মন্ত্রী এবং চীন ও আসিয়ানের দেশগুলোর প্রধান প্রধান বন্দরের দায়িত্বশীল ব্যক্তিরা এ ফোরামে অংশ নেবেন ।