|
|
(GMT+08:00)
2007-09-13 20:17:58
|
নোবেলজয়ী ড: মুহাম্মুদ ইউনুস সাহেবের কত তারিখে জন্ম এবং কোথায়?
cri
ভারতের পশ্চিম বঙ্গে বুরডওয়ান জেলার শ্রোতা সুকুমার মাজহি তাঁর চিঠিতে জিজ্ঞেস করেছেন, নোবেলজয়ী ড: মুহাম্মুদ ইউনুস সাহেবের কত তারিখে জন্ম এবং কোথায়? উত্তরে বলছি, ১৯৪০ সালের ২৮ জুন ড: মুহম্মুদ ইউনুস বাংলাদেশের চট্টগ্রামের একটি হীরা প্রক্রিয়াকরণ পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি পর পর চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ইনস্টিটিউটে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন। ১৯৬৯ সালে তিনি যুক্তরাষ্ট্রে ডাকটার ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তাঁর সৃষ্ট গ্রামীণ ব্যাংক বিশ্ব বিখ্যাত। বিশ্বের ৬০টিরও বেশী দেশে গ্রামীণ ব্যাংক স্থাপিত হয়েছে। এ সব গ্রামীণ ব্যাংক স্থানীয় গরিবদের জন্যে বিরাট অবদান রেখেছে।
1 2
|
|
|